- সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে স্বাবলম্বী উন্নয়ন সমিতির বাস্তবায়নে আস্থা প্রকল্প কর্তৃক গঠিত জেলা নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা নগরীর গ্রীন পয়েন্ট ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক জনাব রকিব হোসেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব অমিত রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিয়েন্ট হাসপাতালের পরিচালক ও সাবেক সিভিল সার্জন জনাব ডাক্তার আব্দুস সামাদ। দেশের শান্তি, সম্প্রীতি ও অংশগ্রহণমূলক গণতন্ত্রের জন্য প্রচারাভিযান চালানো, যুব নেতৃত্বকে সংঘটিত করা এবং নতুন প্রজন্মকে দিকনির্দেশনা প্রদানের জন্য নাগরিক প্ল্যাটফর্ম কাজ করছে। নাগরিক প্লাটফর্মে অনিয়মিত সদস্যদের পরিবর্তে নতুন সদস্য যুক্ত করার সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি নতুন সদস্যের নাম প্রস্তাব ও গৃহীত হয়েছে উক্ত সভায়। সভায় নতুন করে মমতাজ বেগম সভা ও বাদল চক্রবর্তী কে যুগ্ম আহবায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে এবং জান্নাতুল ফেরদৌস মিমকে সদস্য সচিব করে দায়িত্ব অর্পণ করা হয়েছে। আস্থা প্রকল্প কর্তৃক চলতি ডিসেম্বর মাসে যুব সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হবে হবে বিধায় উক্ত অনুষ্ঠানে দায়িত্ব পালনের জন্য পাঁচ সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে এবং যুব সম্মেলন অনুষ্ঠানে জেলা নাগরিক প্লাটফর্মের একটি স্টল স্থাপন করে শান্তি সম্প্রীতি ও অংশগ্রহণমূলক গণতন্ত্রের প্রচারণা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় পরবর্তী তিন মাস কি কি কাজ করা যেতে পারে সে বিষয়ে সকল সদস্য মতামত দিয়েছে। মতামতের আলোকে শান্তি সম্প্রীতি সাইকেল র্যালী, আন্ত:ধর্মীয় সেমিনার, শীতাবস্ত্র বিতরণ, রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতা ইত্যাদি আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধান অতিথির বক্তব্যে জনাব অমিত রায় বলেন আগামীতে ময়মনসিংহের কল্যাণে জেলা নাগরিক প্লাটফর্ম অনন্য ভূমিকা রাখবে এটাই প্রত্যাশা করি। ময়মনসিংহ সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য উদাহরণস্বরূপ। আমরা চাই কারো উস্কানির মাধ্যমে এই সম্প্রীতি নষ্ট না হোক। জনাব আব্দুস সামাদ বলেন আমরা সবাই এক থাকলে আমাদের সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবেনা। উপস্থিত সকল সদস্য এ সময় শান্তি ও সম্প্রীতির জন্য একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সমাপনী বক্তব্যে জনাব রকিব হোসেন বলেন আমার বিশ্বাস আমাদের সকলের প্রচেষ্টায় নাগরিক প্লাটফর্ম ময়মনসিংহের মানুষের আস্থার জায়গা হয়ে উঠবে। সভায় আরও উপস্থিত ছিলেন আনিসুর রহমান, মনোয়ারুল ইসলাম সেলিম, মনিরা বেগম অনু, নাজিম উদ্দিন, রেবেকা সুলতানা, মশিউর রহমান প্রমুখ।
০২:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
- স্টাফ রিপোর্টার
- পোষ্টের সময় : ০৯:০৫:২০ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
- ৮১ ভিউ :
ট্যাগ :
অধিক পঠিত