১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অসহায় ছিন্নমূল শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার দিবসটির প্রথম প্রহরে রাত ১২টায় নগরীর রেলওয়ে স্টেশন এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই শীতবস্ত্র তুলে দেন অসহায় ছিন্নমূল শীতার্থদের হাতে।
এ সময় ওয়াহাব আকন্দ বলেন, আজকের এই দিনে আমরা শপথ নিতে চাই, আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, গণমানুষের ভোটের অধিকার ফিরিয়ে এনে শহীদ জিয়াউর রহমানের সুখি সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে গড়ে তুলব। এতে মহানগর বিএনপির সদস্য সৈয়দ শরীফ, জিলা মটর মালিক সমিতির মহাসচিব আব্দুর রব আকন্দ রতন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি খন্দকার মাসুদুল হক, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, স্বেচ্ছাসেবক দল নেতা রিপন তালুকদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৭১ সালের ১০ ডিসেম্বর মহান স্বাধীনতা যুদ্ধে শত্রু মুক্ত হয়েছিল ময়মনসিংহ নগরী। সেই থেকে এই দিনটি ময়মনসিংহ মুক্ত দিবস হিসাবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে।