০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সমকাল বিনির্মাণ শীর্ষক বীক্ষণ আসর

ময়মনসিংহ মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস: সমকাল বিনির্মাণ বিষয় নিয়ে শুক্রবারের বীক্ষণ আসর। ছবি- ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

জাগাইছে জনে জনে প্রজ্ঞা স্পন্দন শ্লোগানে মুখরিত ময়মনসিংহ সাহিত্য সংসদ পাঠচক্র প্রকল্প বীক্ষণ আসর ২১২৭ শুক্রবার সকালে চেতনা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আসরের আলোচ্য বিষয় ময়মনসিংহ মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস: সমকাল বিনির্মাণ।

 

আসরে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, এডভোকেট জাহিদুল ইসলাম পাঠান, কবি সোহেল মাজহার, সৈয়দা আফজালুন্নেছা রুমি,কবি জুবায়েদ ইবনে সাঈদ, সঞ্চালনা করেন স্বর্ণা চাকলাদার এ্যানি। আবৃত্তিওয়ালা আমজাদ শ্রাবণ একাত্তরের চিঠি গ্রন্থ থেকে আবৃত্তির মাধ্যমে আসর শুরু হয়।

 

আসরের ২য় পর্বে উপস্থিত কবি বৃন্দ স্বরচিত পাঠ, আবৃত্তি করেন। আসরে উপস্থিত ছিলেন, কবি আশিক আকবর, কবি যুগল দাস, কবি আসাদ উল্লাহ, কবি জামাল উদ্দিন, কবি মোস্তাফিজুর বাসার ভাষাণী, কবি মুজাহিদুল ইসলাম নাজিম, কবি আনোয়ারুল হাকিম পল্লব,কবি পারভেজ শিহাব, কবি রফিকুল ইসলাম মানিক, কবি রাকিবুল হাসান, সানজিদা শাওন, নবী হোসেন লাদেন প্রমুখ।

 

 

ট্যাগ :
অধিক পঠিত

সমকাল বিনির্মাণ শীর্ষক বীক্ষণ আসর

পোষ্টের সময় : ০৪:৫০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

জাগাইছে জনে জনে প্রজ্ঞা স্পন্দন শ্লোগানে মুখরিত ময়মনসিংহ সাহিত্য সংসদ পাঠচক্র প্রকল্প বীক্ষণ আসর ২১২৭ শুক্রবার সকালে চেতনা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আসরের আলোচ্য বিষয় ময়মনসিংহ মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস: সমকাল বিনির্মাণ।

 

আসরে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, এডভোকেট জাহিদুল ইসলাম পাঠান, কবি সোহেল মাজহার, সৈয়দা আফজালুন্নেছা রুমি,কবি জুবায়েদ ইবনে সাঈদ, সঞ্চালনা করেন স্বর্ণা চাকলাদার এ্যানি। আবৃত্তিওয়ালা আমজাদ শ্রাবণ একাত্তরের চিঠি গ্রন্থ থেকে আবৃত্তির মাধ্যমে আসর শুরু হয়।

 

আসরের ২য় পর্বে উপস্থিত কবি বৃন্দ স্বরচিত পাঠ, আবৃত্তি করেন। আসরে উপস্থিত ছিলেন, কবি আশিক আকবর, কবি যুগল দাস, কবি আসাদ উল্লাহ, কবি জামাল উদ্দিন, কবি মোস্তাফিজুর বাসার ভাষাণী, কবি মুজাহিদুল ইসলাম নাজিম, কবি আনোয়ারুল হাকিম পল্লব,কবি পারভেজ শিহাব, কবি রফিকুল ইসলাম মানিক, কবি রাকিবুল হাসান, সানজিদা শাওন, নবী হোসেন লাদেন প্রমুখ।