নানা আয়োজনের মধ্যদিয়ে মুক্তাগাছায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। পরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম এবং বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে সহকারী কশিনার (ভূমি) তানভীর হায়দার, ওসি মো. কামাল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিকুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার রেজাউল করিম জিন্নাহ প্রমুখ অংশ নেন।