০৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চা বিরতির আগে আউট সাদমান, পেলেন না সেঞ্চুরি

  • ক্রীড়া ডেস্ক
  • পোষ্টের সময় : ০৫:০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
  • ১৪৬ ভিউ :

পাকিস্তানে প্রথম ইনিংসে করা ৪৪৮ রানের ভালোই জবাব দিচ্ছিলো বাংলাদেশ। ব্যাটিংয়ে টাইগারদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন ওপেনার সাদমান ইসলাম। ফিফটি পাওয়ার পর এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে। তবে চা বিরতিতে আগে নার্ভাস নাইন্টিসে কাঁটা পড়েছেন এই টাইগার ওপেনার। ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে চা বিরতিতে গেছে বাংলাদেশ।

আগের দিনের সাদমান ১২ ও জাকির ১১ রানে নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে। দিনের শুরুতেই সাজঘরে ফিরে যান জাকির। দলীয় ৩১ রানে ৫৮ বলে ১২ রান করে ফিরে যান তিনি।

এরপর ক্রিজে আসা অধিনায়ক নাজমুল হাসান শান্তকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন সাদমান। তবে সুবিধা করতে পারেননি শান্ত। দলীয় ৫৩ রানে ৪২ বলে ১৬ রান করে আউট হন এই টাইগার অধিনায়ক।

এরপর ক্রিজে আসা মুমিনুক হককে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন সাদমান। দেখেশুনে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন সাদমান।

এরপর ফিফটি তুলে নেন মুমিনুল। তবে এরপর আর ইনিংস বড় করতে পারেননি তিনি। দলীয় ১৪৭ রানে ৭৬ বলে ৫০ রান করে আউট হন মুমিনুল।
তার বিদায়ের পর ক্রিজে আসা মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন সাদমান। এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে। তবে দলীয় ১৯৯ রানে ১৮৩ বলে ৯৩ রান করে আউট হন সাদমান।

শেষ পর্যন্ত ৬৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে চা বিরতিতে যায় বাংলাদেশ। ৩৫ বলে ১৫ রানে অপরাজিত আছেন মুশফিক। পাকিস্তানের পক্ষে খুররাম শাহজাদ নিয়েছেন ২টি উইকেট।

ট্যাগ :
অধিক পঠিত

ভালুকায় শিশুর গলায় দা ঠেকিয়ে ডাকাতি

চা বিরতির আগে আউট সাদমান, পেলেন না সেঞ্চুরি

পোষ্টের সময় : ০৫:০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪

পাকিস্তানে প্রথম ইনিংসে করা ৪৪৮ রানের ভালোই জবাব দিচ্ছিলো বাংলাদেশ। ব্যাটিংয়ে টাইগারদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন ওপেনার সাদমান ইসলাম। ফিফটি পাওয়ার পর এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে। তবে চা বিরতিতে আগে নার্ভাস নাইন্টিসে কাঁটা পড়েছেন এই টাইগার ওপেনার। ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে চা বিরতিতে গেছে বাংলাদেশ।

আগের দিনের সাদমান ১২ ও জাকির ১১ রানে নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে। দিনের শুরুতেই সাজঘরে ফিরে যান জাকির। দলীয় ৩১ রানে ৫৮ বলে ১২ রান করে ফিরে যান তিনি।

এরপর ক্রিজে আসা অধিনায়ক নাজমুল হাসান শান্তকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন সাদমান। তবে সুবিধা করতে পারেননি শান্ত। দলীয় ৫৩ রানে ৪২ বলে ১৬ রান করে আউট হন এই টাইগার অধিনায়ক।

এরপর ক্রিজে আসা মুমিনুক হককে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন সাদমান। দেখেশুনে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন সাদমান।

এরপর ফিফটি তুলে নেন মুমিনুল। তবে এরপর আর ইনিংস বড় করতে পারেননি তিনি। দলীয় ১৪৭ রানে ৭৬ বলে ৫০ রান করে আউট হন মুমিনুল।
তার বিদায়ের পর ক্রিজে আসা মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন সাদমান। এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে। তবে দলীয় ১৯৯ রানে ১৮৩ বলে ৯৩ রান করে আউট হন সাদমান।

শেষ পর্যন্ত ৬৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে চা বিরতিতে যায় বাংলাদেশ। ৩৫ বলে ১৫ রানে অপরাজিত আছেন মুশফিক। পাকিস্তানের পক্ষে খুররাম শাহজাদ নিয়েছেন ২টি উইকেট।