নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ এলাকায় শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মেজর নাজমুস সাকিবের নেতৃত্বে সেনাবাহিনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী মঞ্জু তালুকদারকে আটক করা হয়েছে। নেত্রকোনা আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. মনোয়ারুল ইসলাম রোববার প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেজর নাজমুস সাকিবের নেতৃত্বে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্যামগঞ্জ এলাকার জালশুকা গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মঞ্জু তালুকদারকে আটক করা হয়। এ সময়তার ঘর থেকে ১৪ পিস ইয়াবা, ১টি চাইনিজ কুড়াল, দা, চাকু, মাদক সেবনের ২৮টি পাইপ, ২টি মোবাইল ও ১টি এন্টি কাটার উদ্ধার করা হয়েছে। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর মো. আল আমিন, সাব ইন্সপেক্টর আজগর আলী, সাব ইন্সপেক্টর মামুনমিয়া অংশ গ্রহন করেন। রাত ৮টার দিকে আটককৃত মাদক ব্যবসায়ী মঞ্জু তালুকদারকে পূর্বধলা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
শিরোনাম :
নেত্রকোনায় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক
- নেত্রকোনা অফিস:
- পোষ্টের সময় : ০৫:০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
- ৪৪ ভিউ :
ট্যাগ :
অধিক পঠিত