০৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে স্পিডরোটের সঙ্গে ফেরির ধাক্কায় নিহত ১৩

ভারতের মুম্বাই উপকূলে নৌবাহিনীর একটি স্পিডবোটের সঙ্গে যাত্রীবাহী ফেরির ধাক্কায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। এঘটনায় এক শিশুসহ দুইজন নিখোঁজ রয়েছে। উদ্ধার করা হয়েছে শতাধিক যাত্রীকে। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে মুম্বাইয়ের কারাঞ্জা এলাকায় নৌবাহিনীর পরীক্ষামূলকভাবে চালানো একটি স্পিডবোট ওই ফেরিকে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

ফেরিটির নাম নীল কমল। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটিকে ধাক্কা দেয়। এতে ফেরিটি ডুবে যায়।

কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ দুইজনের খোঁজে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তল্লাসি অভিযান চলেছে। কোস্টগার্ডের উদ্ধারকারী সদস্যরা অন্য কর্তৃপক্ষের সঙ্গে মিলে তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা করেছেন।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাভিস জানিয়েছেন, নিহতদের মধ্যে তিনজন নৌবাহিনীর সদস্য।

ব্যক্তিগত মালিকানাধীন ফেরিটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র এলিফ্যান্টা গুহার দিকে যাচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, স্পিডবোটটি ফেরির চারপাশে ঘুরছিল এবং একপর্যায়ে ফেরির সাথে ধাক্কা খেয়ে এটি উল্টে যায়।

ভারতীয় নৌবাহিনী জানায়, তাদের স্পিডবোটের ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছিল। ত্রুটির কারণ খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বেঁচে যাওয়া যাত্রীরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সংঘর্ষের পরে ফেরির কর্মীরা কোনও ধরনের নির্দেশনা দেয়নি। ফলে যাত্রীরা নিজেদের মতো করে নিরাপদ আশ্রয়ের চেষ্টা করেন।

টাইমস অফ ইন্ডিয়ার সাথে কথা বলার সময় গৌতম গুপ্তা নামে এক যাত্রী জানান, তিনি প্রথমে ভেবেছিলেন স্পিডবোটটি স্টান্ট দেখাচ্ছিল এবং সেটি ফেরির সাথে ধাক্কা খাওয়ার মুহূর্তে তিনি ডেকে দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিলেন।

আরেক যাত্রী জানান, তিনি প্রায় ১৫ মিনিট ধরে সাঁতরে তীরে পৌঁছানোর চেষ্টা করেছিলেন। এরপর আরেকটি নৌকা এসে তাদের উদ্ধার করে।

নাম প্রকাশ না করার শর্তে নৌবাহিনীর এক কর্মকর্তা, বলেন,ফেরি ও স্পিডবোটগুলোর জন্য নির্দিষ্ট পথ নির্ধারিত থাকে এবং বন্দর এলাকায় যথেষ্ট জায়গা থাকে যাতে দুর্ঘটনা এড়ানো যায়। ঠিক কী ঘটেছিল তা স্পিডবোটটি উদ্ধার করার পরই স্পষ্ট হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একে মর্মান্তিক বলে বর্ণনা করেছেন তিনি। সেই সঙ্গে নিহতদের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি সহায়তা ঘোষণা করেছেন তিনি।

ট্যাগ :
অধিক পঠিত

আটপাড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত

ভারতে স্পিডরোটের সঙ্গে ফেরির ধাক্কায় নিহত ১৩

পোষ্টের সময় : ০৪:৫৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

ভারতের মুম্বাই উপকূলে নৌবাহিনীর একটি স্পিডবোটের সঙ্গে যাত্রীবাহী ফেরির ধাক্কায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। এঘটনায় এক শিশুসহ দুইজন নিখোঁজ রয়েছে। উদ্ধার করা হয়েছে শতাধিক যাত্রীকে। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে মুম্বাইয়ের কারাঞ্জা এলাকায় নৌবাহিনীর পরীক্ষামূলকভাবে চালানো একটি স্পিডবোট ওই ফেরিকে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

ফেরিটির নাম নীল কমল। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটিকে ধাক্কা দেয়। এতে ফেরিটি ডুবে যায়।

কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ দুইজনের খোঁজে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তল্লাসি অভিযান চলেছে। কোস্টগার্ডের উদ্ধারকারী সদস্যরা অন্য কর্তৃপক্ষের সঙ্গে মিলে তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা করেছেন।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাভিস জানিয়েছেন, নিহতদের মধ্যে তিনজন নৌবাহিনীর সদস্য।

ব্যক্তিগত মালিকানাধীন ফেরিটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র এলিফ্যান্টা গুহার দিকে যাচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, স্পিডবোটটি ফেরির চারপাশে ঘুরছিল এবং একপর্যায়ে ফেরির সাথে ধাক্কা খেয়ে এটি উল্টে যায়।

ভারতীয় নৌবাহিনী জানায়, তাদের স্পিডবোটের ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছিল। ত্রুটির কারণ খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বেঁচে যাওয়া যাত্রীরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সংঘর্ষের পরে ফেরির কর্মীরা কোনও ধরনের নির্দেশনা দেয়নি। ফলে যাত্রীরা নিজেদের মতো করে নিরাপদ আশ্রয়ের চেষ্টা করেন।

টাইমস অফ ইন্ডিয়ার সাথে কথা বলার সময় গৌতম গুপ্তা নামে এক যাত্রী জানান, তিনি প্রথমে ভেবেছিলেন স্পিডবোটটি স্টান্ট দেখাচ্ছিল এবং সেটি ফেরির সাথে ধাক্কা খাওয়ার মুহূর্তে তিনি ডেকে দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিলেন।

আরেক যাত্রী জানান, তিনি প্রায় ১৫ মিনিট ধরে সাঁতরে তীরে পৌঁছানোর চেষ্টা করেছিলেন। এরপর আরেকটি নৌকা এসে তাদের উদ্ধার করে।

নাম প্রকাশ না করার শর্তে নৌবাহিনীর এক কর্মকর্তা, বলেন,ফেরি ও স্পিডবোটগুলোর জন্য নির্দিষ্ট পথ নির্ধারিত থাকে এবং বন্দর এলাকায় যথেষ্ট জায়গা থাকে যাতে দুর্ঘটনা এড়ানো যায়। ঠিক কী ঘটেছিল তা স্পিডবোটটি উদ্ধার করার পরই স্পষ্ট হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একে মর্মান্তিক বলে বর্ণনা করেছেন তিনি। সেই সঙ্গে নিহতদের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি সহায়তা ঘোষণা করেছেন তিনি।