ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য প্রাসঙ্গিকতায় দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যার পর উপজেলার আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ে দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ খালেদ মোশারফ কানন, সঞ্চালনায় শ্রমিক নেতা মীর জাহিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ জেলা শাখার উপদেষ্টা ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মুহাঃ কামরুল হাসান মিলন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ জেলার উপদেষ্টা মাহবুবুর রশীদ ফরাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ীয়া উপজেলার প্রধান উপদেষ্টা ফজলুল হক শামীম, জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি আবুবকর সিদ্দিক মানিক, উপদেষ্টা মোঃ গোলাম মোস্তফা, মোঃ আব্দুল মজিদ, অধ্যাপক মোঃ আলা উদ্দিন প্রমুখ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি মীর জাহিদুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ ঈমান আলীসহ ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
দ্বিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি অধ্যক্ষ মুহাঃ কামরুল হাসান মিলন বলেন, আমাদের পরিচয় হলো আমরা মানুষ। সকলের অধিকার নিশ্চিত করবো। ফুলবাড়ীয়ায় কোন চাঁদাবাজি হবে না।আগামী দিনে চাঁদাবাজ মুক্ত দূর্নীতি মুক্ত হবে ফুলবাড়ীয়া। শ্রমিকদের অধিকার দিয়ে ছিলেন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ(সাঃ)। শ্রমিকদেরকে সিড়ি হিসেবে ব্যবহার করে অনেক ক্ষমতায় আসীন হয়েছে। তারা ক্ষমতায় গিয়ে শ্রমিকদেরকে ভুলে গিয়েছেন।
তিনি আরও বলেন, ইসলাম সকলের সমান অধিকার দিয়েছে। আজকে শ্রমিকদেরকে ব্যবহার করে অনেকেই আঙুল ফুলে কলাগাছ হয়েছেন।