ময়মনসিংহ ১০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সচিবালয়ে অবরুদ্ধ উপদেষ্টা ও কর্মকর্তারা, আনসার-শিক্ষার্থী সংঘর্ষ

সকাল থেকে সচিবালয় ঘিরে আন্দোলন করছিলেন আনসার সদস্যরা। তাদের সঙ্গে ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম নৈশপ্রহরীরা। আন্দোলন গড়ায় রাতেও। আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করে রাখায় আটকা পড়েন আন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তরা। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়কের ডাকে শিক্ষার্থীরা তাদের প্রতিহত করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। রাত ১০টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে আসে।

রবিবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সচিবালয়ের বেশ কয়েকজন কর্মচারী বাংলা ট্রিবিউনকে জানান, সকাল থেকে আনসার সদস্যরা তাদের দাবি আদায়ে সচিবালয় ঘেরাও করে রাখেন। অফিস সময়ের পর আন্দোলনকারীরা সচিবালয়ের গেট বন্ধ করে দেন। এ সময় উপদেষ্টা ও সচিবসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা আটকা পড়েন। গণমাধ্যমকর্মীরাও আটকা পড়েছেন।

আনসার সদস্যরা সচিবালয় অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়কের আহ্বানে রাজু ভাস্কর্যে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। রবিবার (২৫) রাতে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক পোস্ট করেন। পোস্টে লেখা হয়েছে, ‘সবাই রাজুতে আসেন। স্বৈরাচারী শক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। দাবি মানার পরও সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে।’

এরপর থেকে রাজু ভাস্কর্যে জড়ো হতে থাকেন শিক্ষাথীরা। এসময় অনেকের হাতে লাঠিসোঁটা দেখা যায়। জড়ো হওয়া শিক্ষার্থী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা বলছেন, স্বৈরাচারীদের মতাদর্শে আনসার বাহিনীর সদস্যরা সচিবালয়ে অবরুদ্ধ করে রেখেছে। তাদের দাবি মেনে নেওয়ার পরও তারা অনেক উপদেষ্টাসহ কয়েকশ কর্মকর্তাদের আটকে রেখেছে। আবার স্বৈরাচারী শক্তিকে প্রতিরোধ করতে হবে।

রাত ১০টার দিকে দেখা যায়, সচিবালয়, হাইকোর্ট, প্রেস ক্লাব এলাকা শিক্ষার্থীদের দখলে। আনসার সদস্যরা যে যেভাবে পারেন দৌড়ে পালিয়েছেন। পল্টন ও গুলিস্তান জিরো পয়েন্ট দিয়ে সরে যাওয়ার চেষ্টা করেছেন তারা। তবে কিছু আনসার সদস্যকে শিক্ষার্থীরা আটকে পেটানোর চেষ্টা করেন। সেনাসদস্যরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন।

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মাজারের শৃঙ্খলা রক্ষায় ডিসিদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ

সচিবালয়ে অবরুদ্ধ উপদেষ্টা ও কর্মকর্তারা, আনসার-শিক্ষার্থী সংঘর্ষ

Update Time : ০২:২৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪

সকাল থেকে সচিবালয় ঘিরে আন্দোলন করছিলেন আনসার সদস্যরা। তাদের সঙ্গে ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম নৈশপ্রহরীরা। আন্দোলন গড়ায় রাতেও। আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করে রাখায় আটকা পড়েন আন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তরা। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়কের ডাকে শিক্ষার্থীরা তাদের প্রতিহত করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। রাত ১০টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে আসে।

রবিবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সচিবালয়ের বেশ কয়েকজন কর্মচারী বাংলা ট্রিবিউনকে জানান, সকাল থেকে আনসার সদস্যরা তাদের দাবি আদায়ে সচিবালয় ঘেরাও করে রাখেন। অফিস সময়ের পর আন্দোলনকারীরা সচিবালয়ের গেট বন্ধ করে দেন। এ সময় উপদেষ্টা ও সচিবসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা আটকা পড়েন। গণমাধ্যমকর্মীরাও আটকা পড়েছেন।

আনসার সদস্যরা সচিবালয় অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়কের আহ্বানে রাজু ভাস্কর্যে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। রবিবার (২৫) রাতে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক পোস্ট করেন। পোস্টে লেখা হয়েছে, ‘সবাই রাজুতে আসেন। স্বৈরাচারী শক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। দাবি মানার পরও সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে।’

এরপর থেকে রাজু ভাস্কর্যে জড়ো হতে থাকেন শিক্ষাথীরা। এসময় অনেকের হাতে লাঠিসোঁটা দেখা যায়। জড়ো হওয়া শিক্ষার্থী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা বলছেন, স্বৈরাচারীদের মতাদর্শে আনসার বাহিনীর সদস্যরা সচিবালয়ে অবরুদ্ধ করে রেখেছে। তাদের দাবি মেনে নেওয়ার পরও তারা অনেক উপদেষ্টাসহ কয়েকশ কর্মকর্তাদের আটকে রেখেছে। আবার স্বৈরাচারী শক্তিকে প্রতিরোধ করতে হবে।

রাত ১০টার দিকে দেখা যায়, সচিবালয়, হাইকোর্ট, প্রেস ক্লাব এলাকা শিক্ষার্থীদের দখলে। আনসার সদস্যরা যে যেভাবে পারেন দৌড়ে পালিয়েছেন। পল্টন ও গুলিস্তান জিরো পয়েন্ট দিয়ে সরে যাওয়ার চেষ্টা করেছেন তারা। তবে কিছু আনসার সদস্যকে শিক্ষার্থীরা আটকে পেটানোর চেষ্টা করেন। সেনাসদস্যরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন।