ময়মনসিংহের ধোবাউড়ায় ডিজএ্যাবিলিটি ইনক্লুসিভ রেজিলিয়েন্স লাইভলিহুড (ডিআইআরএল) প্রতিবন্ধি ব্যক্তিদের অর্ন্তভুক্তি বিষয়ে স্থানীয় পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ এর আয়োজনে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট এর বাস্তবায়নে সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন।
প্রকল্পের কার্যক্রম নিয়ে বিস্তারিত বক্তব্য দেন সৈয়দ আব্দুস সালাম প্রকল্প ম্যানেজার ও মির্জা বদরুল ইসলাম বেগ ফিল্ড কোঅর্ডিনেটর।এসময় অন্যান্যদের মাঝে ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার বেগম শাহিন, মৎস অফিসার দৌলত উল্লাহ মুরাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাশেম প্রমুখ।