ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ফাতেমা আক্তার (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনা নিহতের বোন সেলিনা আক্তার(৫০) ও ভাগ্নি টুনি আক্তার (১৮) ও অটোরিকশা চালক নয়ন মিয়া আহত হয়েছেন। নিহত ফাতেমা আক্তার উপজেলার যশরা ইউনিয়নের বখুরা এলাকার মরহুম আব্দুল কাদিরে স্ত্রী।
আহতরা হলেন একই এলাকার নূরুল আমিনের স্ত্রী সেলিনা আক্তার ও মেয়ে টুনি আক্তার ও অটোরিকশা চালক খারুয়া মোকন্দ এলাকার রমজান মুন্সির ছেলে নয়ন মিয়া।
বুধবার রাত ৮ টার দিকে গফরগাঁও -ভালুকা আঞ্চলিক মহাসড়কের ভারইল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত ফাতেমা আক্তার বোন সেলিনা আক্তার ও ভাগ্নি টুনি আক্তার গফরগাঁও পৌর শহর থেকে ডাক্তার দেখিয়ে ব্যাটারীচালিত অটোরিকশা দিয়ে বাড়ি ফিরছিলেন।এসময় গফরগাঁও-ভালুকা আঞ্চলিক মহাসড়কের হাটুরিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ব্যাটারীচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ফাতেমা আক্তার অটোরিকশা থেকে ছিটকে পড়েন ।এসময় ঘাতক ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন ফাতেমা আক্তার। পরে স্থানীয় লোকজন ও পথচারীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার ফারহানা ফারুক বৃষ্টি বলেন, ‘সড়কে দুর্ঘটনায় আহত ফাতেমা আক্তারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, ‘পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।’