ময়মনসিংহে ক্যাডারভিত্তিক মন্ত্রণালয়সহ উপসচিব হতে তদূধর্ব পদে শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।
বৃহস্পতিবার সকালে নগরীর চরপাড়ায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ গেইটের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচীতে বিভিন্ন দপ্তরে ব্যানার টানিয়ে তারা এই কর্মসূচি পালন করেছেন। ডাক, প্রাণিসম্পদ, মৎস্য, পরিসংখ্যান, রেলওয়ে, কৃষি এবং সমবায়সহ নানা বিভাগের কর্মকর্তারা এতে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ডা. আসাদুজ্জামান রতন, ডা. কামরুজ্জামান মানিক, ডা. নজরুল ইসলাম, কৃষিবিদ মাসুদুর রহমান, সহকারি অধ্যাপক তহিদুল ইসলামসহ প্রমুখ।
বক্তারা বলেন, উপসচিব পদে কোটাভিত্তিক পদোন্নতি বাতিল, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নিজ নিজ ক্যাডারের কর্মকর্তাদের নীতিনির্ধারণী পদে নিয়োগ দেওয়া এবং সব ক্যাডারের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। বৈষম্যহীন বাংলাদেশে ক্যাডার বৈষম্যের নিরসন চান এবং সকল ক্যাডারের সমতার ভিত্তিতে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে চান বলে উল্লেখ করেন।