ময়মনসিংহ ১০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গোলাম দস্তগীর গাজী ও আবদুস সোবহান গোলাপ গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০২:৪৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
  • ৭২ ভিউ :

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী এবং সাবেক এমপি ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপকে গ্রেফতার করেছে পুলিশ।
ডিএমপির পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন জানান, গতকাল রোববার ভোর ৫টার ঢাকার শান্তিনগরের বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম। আ’লীগ সরকারের পতনের পর তিনি গ্রেফতার এড়াতে শান্তিনগরে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের স্কুল ছাত্র রোমান হত্যায় গ্রেফতার দেখানো হয়েছে।

গতকাল সকালে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা থেকে নারায়ণগঞ্জ আদালতে নিয়ে আসা হয়। এ সময় তাকে উদ্দেশ্য করে ডিম ছুড়ে মারে বিক্ষুব্ধ মানুষ। রোমান হত্যা মামলায় রূপগঞ্জ থানা পুলিশ তার দশ দিনের রিমান্ড আবেদন করে। বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মুহাম্মদ মোহসেন শুনানি শেষে ৬ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশত্যাগের পর নারায়নগঞ্জের রূপগঞ্জে ছাত্র জনতার আনন্দ মিছিল বের হলে সেখানে গুলিবিদ্ধ হয়ে নব কিশলয় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া (১৭) মারা যায়। এ ঘটনায় গত ২১ আগস্ট নিহতের খালা রিনা বাদী হয়ে ২১ আগস্ট সকালে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ মামলায় হুকুমের আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, তার ছেলে গোলাম মর্তুজা পাপ্পা গাজীকে।

নিহত রোমান রূপগঞ্জের চনপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। মামলার অভিযোগে বাদী রিনা বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের খবরে ছাত্র জনতার আনন্দ মিছিল চলছিল। এ সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পিস্তল, আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র নিয়ে রূপগঞ্জের চনপাড়া এলাকার জনকল্যাণ স্কুলের সামনে ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এ সময় আসামিরা ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। তাদের গুলিতে গুরুতর আহত হয় রোমান। স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বগ্রাম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ-১ আসন থেকে আ’লীগের নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি। গত ৫ অগাস্ট সরকার পতনের পর রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় গাজী গ্রুপের কারখানায় হামলা ও লুটপাট চালিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

এদিকে আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপকে রাজধানীর নাখালপাড়া থেকে গ্রেফতার করা হয়। গতকাল রোববার বেলা তিনটার কিছু আগে তাঁকে আটক করার কথা জানায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। গোলাপ মিয়া ২০১৮ সালের ডিসেম্বরে আ’লীগের মনোনয়নে মাদারীপুর-৩ আসন থেকে এমপি নির্বাচিত হন। এ বছরের জানুয়ারিতে নির্বাচনে তিনি পরাজিত হন। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে গতকাল সন্ধ্যা পর্যন্ত পুলিশ তা নিশ্চিত করেনি।

গোলাপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪০ লাখ ডলার ব্যয়ে একাধিক বাড়ি কেনাসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। তিনি ২০১৪ সালে প্রথম নিউইয়র্কে অ্যাপার্টমেন্ট কেনা শুরু করেন। ওই বছর নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় একটি সুউচ্চ ভবনে অ্যাপার্টমেন্ট কেনেন তিনি। পরের পাঁচ বছরে তিনি নিউইয়র্কে একে একে মোট ৯টি প্রপার্টি বা সম্পত্তির (ফ্ল্যাট বা বাড়ি) মালিক হন। এসব সম্পত্তির মূল্য ৪০ লাখ ডলারের বেশি (ডলারের বর্তমান বিনিময় মূল্য অনুযায়ী প্রায় ৪২ কোটি টাকা)। নিউইয়র্কে কেনা এসব সম্পত্তির নথিপত্র বলছে, সম্পত্তিগুলো নগদ অর্থে কেনা হয়েছিল। এগুলোর মালিকানায় রয়েছেন তাঁর স্ত্রী গুলশান আরাও।

গত ডিসেম্বরে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সস্মেলনে দলের কেন্দ্রীয় কমিটিতে তিনি প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদ পান। তিনি দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকও ছিলেন।

ছাত্র-জনতার প্রবল গণ আন্দোলনে ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির সভাপতি শেখ হাসিনা ভারতে চলে যান। দলটির অধিকাংশ নেতা চলে যান আত্মগোপনে। আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে বেশ কয়েকজন গত কয়েক দিনে গ্রেপ্তার হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষে হতাহতের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ট্যাগ :

গোলাম দস্তগীর গাজী ও আবদুস সোবহান গোলাপ গ্রেফতার

পোষ্টের সময় : ০২:৪৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী এবং সাবেক এমপি ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপকে গ্রেফতার করেছে পুলিশ।
ডিএমপির পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন জানান, গতকাল রোববার ভোর ৫টার ঢাকার শান্তিনগরের বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম। আ’লীগ সরকারের পতনের পর তিনি গ্রেফতার এড়াতে শান্তিনগরে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের স্কুল ছাত্র রোমান হত্যায় গ্রেফতার দেখানো হয়েছে।

গতকাল সকালে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা থেকে নারায়ণগঞ্জ আদালতে নিয়ে আসা হয়। এ সময় তাকে উদ্দেশ্য করে ডিম ছুড়ে মারে বিক্ষুব্ধ মানুষ। রোমান হত্যা মামলায় রূপগঞ্জ থানা পুলিশ তার দশ দিনের রিমান্ড আবেদন করে। বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মুহাম্মদ মোহসেন শুনানি শেষে ৬ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশত্যাগের পর নারায়নগঞ্জের রূপগঞ্জে ছাত্র জনতার আনন্দ মিছিল বের হলে সেখানে গুলিবিদ্ধ হয়ে নব কিশলয় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া (১৭) মারা যায়। এ ঘটনায় গত ২১ আগস্ট নিহতের খালা রিনা বাদী হয়ে ২১ আগস্ট সকালে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ মামলায় হুকুমের আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, তার ছেলে গোলাম মর্তুজা পাপ্পা গাজীকে।

নিহত রোমান রূপগঞ্জের চনপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। মামলার অভিযোগে বাদী রিনা বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের খবরে ছাত্র জনতার আনন্দ মিছিল চলছিল। এ সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পিস্তল, আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র নিয়ে রূপগঞ্জের চনপাড়া এলাকার জনকল্যাণ স্কুলের সামনে ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এ সময় আসামিরা ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। তাদের গুলিতে গুরুতর আহত হয় রোমান। স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বগ্রাম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ-১ আসন থেকে আ’লীগের নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি। গত ৫ অগাস্ট সরকার পতনের পর রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় গাজী গ্রুপের কারখানায় হামলা ও লুটপাট চালিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

এদিকে আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপকে রাজধানীর নাখালপাড়া থেকে গ্রেফতার করা হয়। গতকাল রোববার বেলা তিনটার কিছু আগে তাঁকে আটক করার কথা জানায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। গোলাপ মিয়া ২০১৮ সালের ডিসেম্বরে আ’লীগের মনোনয়নে মাদারীপুর-৩ আসন থেকে এমপি নির্বাচিত হন। এ বছরের জানুয়ারিতে নির্বাচনে তিনি পরাজিত হন। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে গতকাল সন্ধ্যা পর্যন্ত পুলিশ তা নিশ্চিত করেনি।

গোলাপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪০ লাখ ডলার ব্যয়ে একাধিক বাড়ি কেনাসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। তিনি ২০১৪ সালে প্রথম নিউইয়র্কে অ্যাপার্টমেন্ট কেনা শুরু করেন। ওই বছর নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় একটি সুউচ্চ ভবনে অ্যাপার্টমেন্ট কেনেন তিনি। পরের পাঁচ বছরে তিনি নিউইয়র্কে একে একে মোট ৯টি প্রপার্টি বা সম্পত্তির (ফ্ল্যাট বা বাড়ি) মালিক হন। এসব সম্পত্তির মূল্য ৪০ লাখ ডলারের বেশি (ডলারের বর্তমান বিনিময় মূল্য অনুযায়ী প্রায় ৪২ কোটি টাকা)। নিউইয়র্কে কেনা এসব সম্পত্তির নথিপত্র বলছে, সম্পত্তিগুলো নগদ অর্থে কেনা হয়েছিল। এগুলোর মালিকানায় রয়েছেন তাঁর স্ত্রী গুলশান আরাও।

গত ডিসেম্বরে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সস্মেলনে দলের কেন্দ্রীয় কমিটিতে তিনি প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদ পান। তিনি দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকও ছিলেন।

ছাত্র-জনতার প্রবল গণ আন্দোলনে ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির সভাপতি শেখ হাসিনা ভারতে চলে যান। দলটির অধিকাংশ নেতা চলে যান আত্মগোপনে। আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে বেশ কয়েকজন গত কয়েক দিনে গ্রেপ্তার হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষে হতাহতের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।