অবরোধকারী শ্রমিকরা জানান, তাদের নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন বকেয়া পড়েছে। দেই দিচ্ছি করেও কর্তৃপক্ষ তাদের পাওনা টাকা পরিশোধ করছে না। নভেম্বর মাসের বকেয়া বেতন দাবিতে গত মাসে তারা মহাসড়ক অবরোধ করে ছিলো। বৃহষ্পতিবার তাদের নভেম্বর, ডিসেম্বর মাসের বেতন পরিশোধ করার কথা ছিলো। কিন্তু তা করা হয়নি। তাই তারা পুনরায় বেতনের দেয়ার দাবীতে সড়ক অবরোধ করেছে।
হাইওয়ে পুলিশের ওসি জাহাঙ্গীর আলম জানান,রোর ফ্যাশন কারখানার শ্রমিকরা গত ডিসেম্বরের ৯ তারিখ বেতন ভাতার দাবীতে মহাসড়ক অবরোধ করেছিল। তখন স্থানীয় প্রসাশন,পুলিশ ও সেনাবাহিনী কারখানার কর্তৃপক্ষের সাথে আলোচনা করে জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে বেতন দেয়ার সিদ্ধান্ত হয়। কিন্ত জানুয়ারী মাসে বেতন ভাতা না দেয়া শ্রমিকরা পুনরায় সড়ক অবরোধ করেছে। কারখানায় ১৩ শত শ্রমিক কাজ করে। তাদের দুই মাসের বেতন ও ভাতা বকেয়া রয়েছে। চলতি মাসের ১৯ জানুয়ারী বেতন ভাতা দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। অবরোধের কারনে সড়কের একেক পাশে ৭ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।
যাত্রীরা জানান,সড়কে শ্রমিকদের অবরোধের কারনে তারা চরম দুর্ভোগে পড়েছে। অনেক গাড়ীতে অসুস্থ্য ও বাচ্চারা রয়েছে। সময়মতো গন্তব্যে পৌছতে পারবেনা। তাই কাছের যাত্রীরা পায়ে হেটে গন্তব্যে যাচ্ছেন। কোন কিছু হলেই শ্রমিকরা যাতে সড়ক অবরোধ না করে। সরকারের সে ব্যবস্থা নেয়া দরকার।