অবৈধ বন্যপ্রাণী পাচার রোধ, বন্যপ্রাণি রক্ষায় গন সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার্থে দুর্গাপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বন বিভাগের স্পেশাল সেল বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের প্রতিনিধিদের সাথে, স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং এর স্বেচ্ছাসেবকদের অংশগ্রহনে মতবিনিময় সভায় অন্যন্যের মাঝে উপস্থিত ছিলেন, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাাণি পরিদর্শক নার্গিস সুলতানা, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক, আন্তর্জাতিক অপরাধ তদন্ত সহায়ক প্রশিক্ষণ কর্মসূচি (ICITAP) প্রোগ্রাম কো-অর্ডিনেটর নাসির উদ্দিন, প্রশিক্ষণ কর্মসূচি (ICITAP) প্রোগ্রাম লীড সামিয়া সাইফ, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সেভ দ্য এনিমেলস অফ সুসং এর সভাপতি রিফাত আহমেদ রাসেল, সহ-সভাপতি সুমন রায়, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সহ-সাধারণ সম্পাদক আনিসুর হক সুমন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত প্রসাদ, সদস্য নূর আলম, ধ্রুব সরকার, সাব্বির আহমেদ, সাংবাদিক আল-নোমান শান্ত, সাংবাদিক মাসুদ ফকির, সাংবাদিক জুয়েল রানা প্রমুখ।
সভায় বন্যপ্রাণী অপরাধের চ্যালেঞ্জ গুলো যেমন, বন্যপ্রাণি শিকার, অবৈধ বাণিজ্য এবং বাসস্থান ধ্বংসের বিষয়ে অবহিত করা এবং বন্যপ্রাণী রক্ষায় যুবসমাজের ভূমিকা গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। পাশাপাশি এ অঞ্চলে বন্যপ্রাণী হত্যা বন্ধ, বন্যপ্রাণি চোরাচালান প্রতিরোধ সহ বন্যপ্রাণী উদ্ধারে নানারকম দিক নির্দেশনাও দেয়া হয়। এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং এর স্বেচ্ছাসেবকরা দুর্গাপুর ও কলমাকান্দায় পাহাড়ি সীমান্তবর্তী এবং লোকালয় থেকে উদ্ধার করা বিভিন্ন বন্যপ্রাণীর বিষয়বস্ত তুলে ধরে।
সংগঠনটি গত চার বছরে এই অঞ্চলে ৫৩টি রেসকিউ অপারেশনের মাধ্যমে ২০টি অজগর সাপ, ১৬টি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর, দুর্লভ প্রজাতির বনরুই, মায়া হরিণ সহ অসংখ্য প্রাণী উদ্ধার করে বনে অবমুক্ত করেছেন বলেও জানান।