ময়মনসিংহে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি থেকে পাশকৃত সার্ভেয়ার পদে কর্মরতদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীতকরণের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছেন। বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ এ কর্মসূচির আয়োজন করেন।
ঘন্টাব্যাপী কর্মসূচি শেষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহফুজুল আলমের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে স্মারক লিপি প্রদান করেন।
কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন মতিউর রহমান, হাদিউল ইসলাম, ইউনুস আলী, ফিরোজ হোসেন, রেজাউল করিমসহ অন্যরা।
বক্তারা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে সার্ভেয়িং ডিপ্লোমাধারীগন ডিজিটাল ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণসহ সরকারের সকল উন্নয়নমুলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু আমরা নানা ভাবে বঞ্চিত হচ্ছি। সরকারের কাছে জোর দাবি আমাদের বৈষম্য দূর করে সঠিক মর্যাদা দেয়া হোক।
শিরোনাম :
বেতন স্কেল পদোন্নতির দাবিতে ময়মনসিংহে সার্ভেয়ারদের বিক্ষোভ ও স্মারকলিপি
- স্টাফ রিপোর্টার:
- পোষ্টের সময় : ০৭:৫৩:০১ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
- ৫২ ভিউ :
ট্যাগ :
অধিক পঠিত