নেত্রকোনার আটপাড়ায় নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার নেত্রকোনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামী পক্ষের আইনজীবী এডভোকেট আসাদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। আসামিরা হলেন, আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: ফেরদৌস মিয়া, শুনই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান কামাল, উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত বিশ্বাস সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আরও ৩৫ জন নেতাকর্মী।
এজাহার সুত্রে জানা য়ায়, আসামীরা ১১-১১-২০২১ সালে মামলার বাদী বিএনপি নেতা সৈয়দ মোস্তফা সাহেদ কামাল এর উপজেলার সুখারী ইউনিয়ন এর কমিউনিটি ক্লিনিক মোড়ের দোকান ঘরের সামনে ককটেল বিষ্ফোরণ করে বাদীর মনোহারী দোকান হতে ৪ লাখ টাকার মালামাল এবং নগদ ১ লাখ টাকা লুট করে নিয়ে যায়। সে সময় বাদী ও তার ভাইয়ের দোকান ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয় আসামীরা।
সরকার পতনের পর ১৯ অক্টোবর ২০২৪ এ বিএনপি নেতা সৈয়দ মোস্তফা সাহেদ কামাল বাদী হয়ে আটপাড়া থানায় ৫১ জনের নাম উল্লেখ সহ এবং ১০০ জনকে অজ্ঞাত আসামী করে অভিযোগ দায়ের করেন। এ মামলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে ২১ অক্টোবর ২০২৪ এ প্রথম গ্রেফতার করা হয়। সে সময় কয়েকজন আসামী উচ্চ আদালতের জামিনে এবং অধিকাংশ আসামী পলাতক ছিলেন।