মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে শিশুদের জন্য ময়মনসিংহ জেলা পর্যায়ে এনাফ ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। সোমবার শহরের নন্দিবাড়ীতে জেলা পরিষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. ফয়সাল আহমেদ। ওয়ার্ল্ড ভিশনের মুক্তাগাছা এপি ম্যানেজার রোল্যান্ড গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কান্তি সাহা, সিভিল সার্জন অফিসের সিনিয়র হেল্থ এডুকেশন অফিসার সৈয়দ জাবেদ হোসেন, ওয়ার্ল্ডভিশনের কো-অর্ডিনেটর তানজিমুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের টিপি ম্যানেজার ডা. জয়ন্ত কুমার নাথ, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এ এসএম সায়েম তানভীর, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাই মাও. সাখাওয়াত হোসেন, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার রাশেদুল আলম প্রমুখ।
শূন্য হতে ১৮ বছর বয়সী শিশুদের জন্য খাদ্য অনিশ্চয়তা ও অপুষ্টি দূরীকরণসহ সকল শিশু অধিকার নিশ্চিত করার লক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এনাফ ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। দেশ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মুক্তাগাছায় এ কর্মসূচি বাস্তবায়নে কাজ চলছে। অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ, শিশু ও যুব ফোরামের সদস্যবৃন্দ, স্বাস্থ্য কর্মী, নারীবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।