০৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর মার্কিন বিমান হামলা

আফ্রিকার দেশ সোমালিয়ায় অবস্থানরত ইসলামিক স্টেটের (আইএস) এক শীর্ষ হামলা পরিকল্পনাকারী ও অন্যান্য সদস্যদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এই বিমান হামলার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে অনেক জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১ ফেব্রুয়ারি) গলিস পর্বতমালায় এই হামলা চালানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, এই হত্যাকারীরা, যাদের আমরা গুহায় লুকিয়ে থাকতে দেখেছি, তারা যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের জন্য হুমকি ছিল।

মার্কিন হামলা তাদের লুকিয়ে থাকার গুহাগুলো ধ্বংস করেছে। বহু সন্ত্রাসী নিহত হয়েছে। তবে বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি বলেও দাবি করেছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, এতে বহু জঙ্গি নিহত হয়েছে। তবে কোনো বেসামরিক ব্যক্তি আহত হয়নি।

রয়টার্স স্বাধীনভাবে এই তথ্য যাচাই করতে পারেনি।

সোমালিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে,প্রেসিডেন্ট হাসান শেখ মহমুদ বিমান হামলার বিষয়ে অবগত হয়েছেন।

তিনি এক্সে লিখেছেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের যৌথ লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

উত্তর সোমালিয়ার পুন্টল্যান্ড রাজ্যের তথ্যমন্ত্রী মহমুদ আইদিদ দিরির রয়টার্সকে বলেন, হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি। কারণ তখন অন্ধকার ছিল। তবে আমাদের সম্মুখসারির বাহিনী বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে।

হেগসেথ বলেছেন,এই হামলা আইএসের যুক্তরাষ্ট্র, তার মিত্রদের এবং নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের ক্ষমতা দুর্বল করেছে।

রিপাবলিকান ও ডেমোক্র্যাট প্রশাসনের উভয় অধীনে, যুক্তরাষ্ট্র বহু বছর ধরে সোমালিয়ায় বিমান হামলা চালিয়ে আসছে।

ট্যাগ :
অধিক পঠিত

ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর মার্কিন বিমান হামলা

পোষ্টের সময় : ০২:০৮:২১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

আফ্রিকার দেশ সোমালিয়ায় অবস্থানরত ইসলামিক স্টেটের (আইএস) এক শীর্ষ হামলা পরিকল্পনাকারী ও অন্যান্য সদস্যদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এই বিমান হামলার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে অনেক জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১ ফেব্রুয়ারি) গলিস পর্বতমালায় এই হামলা চালানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, এই হত্যাকারীরা, যাদের আমরা গুহায় লুকিয়ে থাকতে দেখেছি, তারা যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের জন্য হুমকি ছিল।

মার্কিন হামলা তাদের লুকিয়ে থাকার গুহাগুলো ধ্বংস করেছে। বহু সন্ত্রাসী নিহত হয়েছে। তবে বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি বলেও দাবি করেছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, এতে বহু জঙ্গি নিহত হয়েছে। তবে কোনো বেসামরিক ব্যক্তি আহত হয়নি।

রয়টার্স স্বাধীনভাবে এই তথ্য যাচাই করতে পারেনি।

সোমালিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে,প্রেসিডেন্ট হাসান শেখ মহমুদ বিমান হামলার বিষয়ে অবগত হয়েছেন।

তিনি এক্সে লিখেছেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের যৌথ লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

উত্তর সোমালিয়ার পুন্টল্যান্ড রাজ্যের তথ্যমন্ত্রী মহমুদ আইদিদ দিরির রয়টার্সকে বলেন, হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি। কারণ তখন অন্ধকার ছিল। তবে আমাদের সম্মুখসারির বাহিনী বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে।

হেগসেথ বলেছেন,এই হামলা আইএসের যুক্তরাষ্ট্র, তার মিত্রদের এবং নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের ক্ষমতা দুর্বল করেছে।

রিপাবলিকান ও ডেমোক্র্যাট প্রশাসনের উভয় অধীনে, যুক্তরাষ্ট্র বহু বছর ধরে সোমালিয়ায় বিমান হামলা চালিয়ে আসছে।