০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের প্রস্তাব ইরানের সরাসরি প্রত্যাখ্যান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাঈ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাঘাঈ লিখেছেন, গাজা পরিষ্কার করা এবং ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশগুলোতে স্থানান্তরের পরিকল্পনাকে ইসরায়েলের ফিলিস্তিনি জনগণকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করার পরিকল্পনার ধারাবাহিকতা হিসেবে বিবেচনা করা হয়।

মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার দখল নেবে এবং ফিলিস্তিনিদের অন্য কোথাও পুনর্বাসনের পর সেখানে অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে, যা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের বিষয়ে মার্কিন নীতির দীর্ঘদিনের অবস্থান ভেঙে দেবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের প্রস্তাবকে ‘অসাধারণ ধারণা’ বলে প্রশংসা করেছেন।

বাঘাঈ তার বিবৃতিতে বলেছেন, এই ধারণা স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রতিষ্ঠিত নীতিমালার পরিপন্থি হওয়ায় আমরা এটিকে দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করি ও এর নিন্দা জানাই।

তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং ইসলামি সহযোগিতা সংস্থাকে (ওআইসি) ট্রাম্পের ঘোষণাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করার আহ্বান জানান।

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ বেতারে সঙ্গীত বিভাগ শুরু যেন এক নবদিগন্তের যাত্রা

ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের প্রস্তাব ইরানের সরাসরি প্রত্যাখ্যান

পোষ্টের সময় : ০৫:৫৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাঈ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাঘাঈ লিখেছেন, গাজা পরিষ্কার করা এবং ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশগুলোতে স্থানান্তরের পরিকল্পনাকে ইসরায়েলের ফিলিস্তিনি জনগণকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করার পরিকল্পনার ধারাবাহিকতা হিসেবে বিবেচনা করা হয়।

মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার দখল নেবে এবং ফিলিস্তিনিদের অন্য কোথাও পুনর্বাসনের পর সেখানে অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে, যা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের বিষয়ে মার্কিন নীতির দীর্ঘদিনের অবস্থান ভেঙে দেবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের প্রস্তাবকে ‘অসাধারণ ধারণা’ বলে প্রশংসা করেছেন।

বাঘাঈ তার বিবৃতিতে বলেছেন, এই ধারণা স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রতিষ্ঠিত নীতিমালার পরিপন্থি হওয়ায় আমরা এটিকে দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করি ও এর নিন্দা জানাই।

তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং ইসলামি সহযোগিতা সংস্থাকে (ওআইসি) ট্রাম্পের ঘোষণাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করার আহ্বান জানান।