০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

স্বপ্নপুরী থেকে ৪৮টি বন্যপ্রাণি উদ্ধার

দিনাজপুর জেলার নবাবগঞ্জের স্বপ্নপুরী পার্কে অবৈধভাবে বন্দি রাখা বন্যপ্রাণি উদ্ধারে দ্বিতীয়বারের মতো অভিযান চালিয়ে ৪৮টি বন্যপ্রাণি উদ্ধার করেছে ঢাকার বন অধিদপ্তরের বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিট।

বুধবার (১২ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন বন অধিদপ্তরের বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম কুমার মল্লিক। তিনি বলেন, গতকাল মঙ্গলবার দিনভর দিনাজপুরের স্বপ্নপুরী পার্কে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ৪৮টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়। রাতে অভিযান শেষে প্রাণীগুলোকে ডুলাহাজরা ও গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে।

অসীম কুমার মল্লিক জানান, গত ২৬ জানুয়ারি পার্কটিতে প্রথম ধাপে অভিযানে ৭৪টি বন্যপ্রাণী জব্দ করে ৫২টি বন্যপ্রাণী পার্ক কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছিল। কিন্তু পার্ক কর্তৃপক্ষ সেসকল প্রাণীর পক্ষে বৈধ কাগজ দেখাতে না পারায় আজ এই অভিযান পরিচালনা করা হয়। দ্বিতীয় ধাপের অভিযানে অবশিষ্ট ৪৮টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে পাঁচটি ভালুক, পাঁচটি মায়া হরিণ, ১১টি বানর, ১৭টি সাম্বার হরিণ, পাঁচটি রাজধনেশ, দুইটি শজারু ও একটি ভোদর।

তিনি আরও জানান, বন অধিদপ্তরের নির্দেশনা অনুসারে উদ্ধারকৃত প্রাণীগুলোকে যথাযথ পুনর্বাসনের জন্য সাফারি পার্ক, গাজীপুর ও ডুলাহাজরা সাফারি পার্কসহ বিভিন্ন বন্যপ্রাণী অভয়ারণ্যে হস্তান্তর করা হবে।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক ছানাউল্ল্যা পাটওয়ারীর নির্দেশনায় অভিযানে দিনাজপুর সামাজিক বন বিভাগ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম ও রাজশাহীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অবৈধ মিনি চিড়িয়াখানা বন্ধে কঠোর অবস্থানে রয়েছে বন অধিদপ্তর। কোথাও যদি বন্যপ্রাণী অবৈধভাবে আটকে রাখার তথ্য থাকে, তাহলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বন বিভাগ বা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

ট্যাগ :
অধিক পঠিত

স্বপ্নপুরী থেকে ৪৮টি বন্যপ্রাণি উদ্ধার

পোষ্টের সময় : ০২:২১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

দিনাজপুর জেলার নবাবগঞ্জের স্বপ্নপুরী পার্কে অবৈধভাবে বন্দি রাখা বন্যপ্রাণি উদ্ধারে দ্বিতীয়বারের মতো অভিযান চালিয়ে ৪৮টি বন্যপ্রাণি উদ্ধার করেছে ঢাকার বন অধিদপ্তরের বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিট।

বুধবার (১২ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন বন অধিদপ্তরের বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম কুমার মল্লিক। তিনি বলেন, গতকাল মঙ্গলবার দিনভর দিনাজপুরের স্বপ্নপুরী পার্কে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ৪৮টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়। রাতে অভিযান শেষে প্রাণীগুলোকে ডুলাহাজরা ও গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে।

অসীম কুমার মল্লিক জানান, গত ২৬ জানুয়ারি পার্কটিতে প্রথম ধাপে অভিযানে ৭৪টি বন্যপ্রাণী জব্দ করে ৫২টি বন্যপ্রাণী পার্ক কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছিল। কিন্তু পার্ক কর্তৃপক্ষ সেসকল প্রাণীর পক্ষে বৈধ কাগজ দেখাতে না পারায় আজ এই অভিযান পরিচালনা করা হয়। দ্বিতীয় ধাপের অভিযানে অবশিষ্ট ৪৮টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে পাঁচটি ভালুক, পাঁচটি মায়া হরিণ, ১১টি বানর, ১৭টি সাম্বার হরিণ, পাঁচটি রাজধনেশ, দুইটি শজারু ও একটি ভোদর।

তিনি আরও জানান, বন অধিদপ্তরের নির্দেশনা অনুসারে উদ্ধারকৃত প্রাণীগুলোকে যথাযথ পুনর্বাসনের জন্য সাফারি পার্ক, গাজীপুর ও ডুলাহাজরা সাফারি পার্কসহ বিভিন্ন বন্যপ্রাণী অভয়ারণ্যে হস্তান্তর করা হবে।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক ছানাউল্ল্যা পাটওয়ারীর নির্দেশনায় অভিযানে দিনাজপুর সামাজিক বন বিভাগ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম ও রাজশাহীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অবৈধ মিনি চিড়িয়াখানা বন্ধে কঠোর অবস্থানে রয়েছে বন অধিদপ্তর। কোথাও যদি বন্যপ্রাণী অবৈধভাবে আটকে রাখার তথ্য থাকে, তাহলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বন বিভাগ বা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।