‘তথ্যই শক্তি, জানবো জানাবো দুর্নীতি রুখবে’ শ্লোগানকে সামনে রেখে মুক্তাগাছা পৌরসভা চত্বরে উপজেলা প্রশাসন এবং টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) মুক্তাগাছা’র যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী তথ্যমেলা অনুষ্ঠিত হয়েছে। তথ্যমেলায় ৩ শতাধিক আবেদনকারী সাধারণ নাগরিককে তথ্যসেবা প্রদান করেছে উপজেলার ৩৭ টি সরকারি ও বেসরকারি দপ্তর।
বুধবার বিকালে সমাপনী অধিবেশনে সনাক সভাপতি অধ্যাপক মো: আব্দুস সবুরের সভাপতিত্বে আলোচনা প্রধান অতিথি ছেলেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিনা পরভীন ও থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রিপন চন্দ্র গোপ। স্বাগত বক্তব্য প্রদান করেন, সনাক সহসভাপতি কাজী মনিরা তরফদার, স্ব-প্রণোদিত তথ্য প্রকাশ ও তথ্য অধিকার আইন বাস্তবায়নে করণীয় বিষয়ে বক্তব্য তুলে ধরেন সনাক সদস্য ও মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী।
তথ্যমেলার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী তথ্য পাওয়া নাগরিক অধিকার। তিনি আরোও বলেন, বিশ^ব্যাপী চলমান এসডিজি বাস্তবায়ন এবং বৈষম্যহীন সুশাসিত ‘নতুন বাংলাদেশ’ বাস্তবায়নে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠায় সরকারি বেসরকারি দপ্তরের সেবা প্রদান পদ্ধতিকে যুগোপযোগী করতে হবে।
এর আগে মঙ্গলবার সকালে ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: ইউসুফ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্যমেলার উদ্বোধন করেন। তথ্যমেলায় উপজেলার ৩৭টি সরকারি ও বেসরকারি দপ্তর নাগরিকদের তথ্যসহ বিভিন্ন সেবা প্রদান করে। সনাক, মুক্তাগাছা’র ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রæপের উদ্যোগে মেলায় আগত দর্শনার্থীদের সরকারি-বেসরকারি দপ্তরে তথ্যের জন্য আবেদন করার কৌশল জানানো এবং তথ্য প্রাপ্তিতে সহযোগিতা করা হয়। এর ফলে সাধারণ জনগণ বিভিন্ন দপ্তর বরাবর ৩৬৮টি তথ্য প্রাপ্তির আবেদন করে এবং ৩১৩ টি আবেদনের উত্তর পেয়েছেন। এছাড়া দুই দিনব্যাপী তথ্যমেলায় প্রায় আড়াই হাজার মানুষ বিভিন্ন ইভেন্ট এ অংশগ্রহণ করেন এবং তথ্য অধিকার আইন, স্বচ্ছতা, জবাবাদিহিতা ও দুর্নীতিবিরোধী বিভিন্ন টুলস সম্পর্কে অবহিত হন।
তথ্যমেলায় প্রথমদিন আলোচনা সভা পরবর্তী গণশুনানিতে ২৩ সাধারণ নাগরিক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা শিক্ষা অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা নির্বাচন অফিস এবং ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ বরাবর তাদের সেবাসংক্রান্ত মোট ৩৪টি প্রশ্ন ও অভিযোগ করেন। সংশ্লিষ্ট দপ্তরের অফিস প্রধানগণ গণশুনানিতে উত্থাপিত সমস্যাসমূহ সমাধানের জন্য তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন এবং অফিস আদেশ প্রেরণের প্রতিশ্রæতি প্রদান করেন।
তথ্যমেলার ২য় দিন সমাপনী অধিবেশনের পূর্বে সকাল ১০ টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ১১ টায় প্রাতিষ্ঠানিক তথ্য ভান্ডার উপস্থাপন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক অফিস, যুব উন্নয়ন অফিস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, মুক্তাগাছা তাদের তথ্যসমূহ উপস্থাপন করেন এবং সাধারণ জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়া দুপুর ১২ টায় দুর্নীেিত ডাস্টবিনে নিক্ষেপ খেলায় শতশত নাগরিক স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। মেলায় অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানকে তথ্য সেবা প্রদান করায় ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।