ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব বলেছেন, ‘গবেষণামনষ্ক জাতি গঠনে শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তন দরকার। বর্তমান অন্তর্বতী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও বিশেষ সহকারী সকলেই শিক্ষক। তাঁরা শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে গবেষণায় অধিক গুরুত্ব ও অর্থ বরাদ্দ দেবেন বলে আশা করি।’
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর অর্থায়নে পরিচালিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরিচালিত চলমান গবেষণা কার্যক্রমের অগ্রগতি নিরীক্ষণ সংক্রান্ত কর্মশালায় তিনি এ কথা বলেন।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কৃষি অনুষদের ডিন অফিসের সম্মেলন কক্ষে ওই কর্মশালার আয়োজন করে বাকৃবি কর্তৃপক্ষ।
ড. মাছুমা হাবিব আরো বলেন, ‘এতদিন ইউজিসির অর্থায়নকৃত গবেষণা প্রকল্পের কোনো মনিটরিং ব্যবস্থা ছিল না। আজ কর্মশালার মধ্য দিয়ে বাকৃবিতেও গবেষণা প্রকল্পের মনিটরিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এটি একটি অনন্য ও যুগান্তকারী উদ্যোগ। আগামীতে এই মনিটরিং সিস্টেমকে সম্পূর্ণ ডিজিটালাইজড করা হবে। যাতে দ্রæততম সময়ের মধ্যে মনিটরিং করা সম্ভব হয়।’
অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও স্নাতকোত্তর শিক্ষার্থীবৃন্দ।
ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম বলেন, ‘জ্ঞান ও দক্ষতা অর্জনে উচ্চতর গবেষণা অনস্বীকার্য। যে দেশের উচ্চশিক্ষা ও গবেষণা যত বেশি উন্নত, সে দেশও তত বেশি উন্নত। তাই দেশ ও জাতির উন্নয়নে অধিক পরিমাণে প্রায়োগিক গবেষণার প্রয়োজন।’