ময়মনসিংহের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মজুদ করা ৫৯ হাজার লিটার সয়াবিন তেল পাওয়া গেছে। আসন্ন রমজান উপলক্ষে কৃত্রিম সংকট তৈরির জন্য ভোজ্যতেল মজুদ করায় একজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ অভিযান চালানো হয়।
কারাদন্ড পাওয়া ব্যক্তির নাম সুজন বিন্দু ঠাকুর (৩১)। তিনি এনজি এন্টার প্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কে.এম রাফসান রাব্বি ভোজ্যতেল মজুদ করায় ব্যবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা এবং ম্যানেজার সুজন বিন্দু ঠাকুরকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়।
নগরের বিসিক শিল্প নগরীর পাশের একটি পরিত্যক্ত গোদামে মজুদ করা হয়েছিল ৫৯ হাজার লিটার সয়াবিন, কোয়ালিটি ও পাম তেলের ড্রাম। রমজান উপলক্ষে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির জন্য ভোজ্যতেল মজুদ করা হয়েছে এনএসআইয়ের এমন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সেনাবাহিনী যৌথ অভিযান চালায় বিকেল তিনটা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত চলা এই অভিযান।