০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রোহিতকে ‘মোটা’ ও ‘গড়পড়তা’ বলে তোপের মুখে কংগ্রেস মুখপাত্র

  • ক্রীড়া ডেস্ক
  • পোষ্টের সময় : ০২:৫৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • ৬৯ ভিউ :

ভারতীয় কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মোহাম্মদ হঠাৎ করেই ক্রিকেট দুনিয়ার আলোচিত নাম। ভারত যখন দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ব্যস্ত, তখন রোহিত শর্মাকে মোটা আর গড়পড়তা খেলোয়াড় উল্লেখ করে টুইট করে বসেন এই কংগ্রেস নেত্রী। আর তাতেই ভারতীয় ক্রিকেট, বিজেপি আর সাধারণ ক্রিকেট ভক্তদের সমালোচনার মুখে পড়েছেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র।

ভারত যখন রোহিত শর্মার নেতৃত্বে খেলছে ঠিক সেই সময়ে কংগ্রেসের জাতীয় মুখপাত্রের এমন মন্তব্য স্বাভাবিকভাবেই নেটিজেনদের মাঝে বেশ একটা ঝড়ই তুলেছিল। একপর্যায়ে নিজের সেই লেখাটা ডিলিট করতেও বাধ্য হন তিনি। তবে তাতে কি আর বিতর্ক এড়ানো যায়!

কংগ্রেসের জাতীয় মুখপাত্র লিখেছিলেন, ‘একজন খেলোয়াড়ের নিরিখে রোহিত শর্মা বেশি মোটা। আর অবশ্যই উনি ভারতের ইতিহাসে সবথেকে বাজে অধিনায়ক।’ শুধু তাই নয়, তিনি দাবি করেন যে রোহিত অত্যন্ত মাঝারি মানের খেলোয়াড়। তিনি ভাগ্যবান যে ভারতের অধিনায়ক হয়ে গিয়েছেন।

তার এসব মন্তব্যের পর চলেছেন নানাবিধ সমালোচনা। এমনকি কথা বলেছেন পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজের ক্রীড়া বিভাগের প্রধান সাংবাদিক আবদুল গাফফার। তিনি টুইটে লিখেছেন বলেছেন, ‘(রোহিতের) ওজন কিছুটা বেশি। কিন্তু অত্যন্ত কার্যকরী। আর বিশ্বমানের পারফর্মার। বড্ড বেশি সমালোচনা।’

আর এসব মন্তব্যে শামা মোহাম্মদ দমে যাননি। উল্টো আব্দুল গাফফারের রি-টুইটে লিখেছেন, ‘গাঙ্গুলি, দ্রাবিড়, ধোনি, কোহলি, কপিল দেব, শাস্ত্রী এবং বাকি উত্তরসূরিদের তুলনায় তার (রোহিত) মধ্যে বিশ্বমানের কোন ব্যাপার আছে? তিনি একজন গড়পড়তা অধিনায়ক এবং গড়পড়তা খেলোয়াড়। তিনি যে ভারতের অধিনায়ক হয়েছেন, সেটাই সৌভাগ্য।’

এদিকে শামা মোহাম্মদের এমন মন্তব্যের পর থেকে নেটিজেনদের তোপের মুখে পড়েছে তার দল কংগ্রেস এবং এর নেতা রাহুল গান্ধীও। সাম্প্রতিক সময়ে দলটির একের পর এক ভরাডুবির দিকে ইঙ্গিত করেও সমালোচনা চলছে।

ট্যাগ :
অধিক পঠিত

রোহিতকে ‘মোটা’ ও ‘গড়পড়তা’ বলে তোপের মুখে কংগ্রেস মুখপাত্র

পোষ্টের সময় : ০২:৫৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

ভারতীয় কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মোহাম্মদ হঠাৎ করেই ক্রিকেট দুনিয়ার আলোচিত নাম। ভারত যখন দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ব্যস্ত, তখন রোহিত শর্মাকে মোটা আর গড়পড়তা খেলোয়াড় উল্লেখ করে টুইট করে বসেন এই কংগ্রেস নেত্রী। আর তাতেই ভারতীয় ক্রিকেট, বিজেপি আর সাধারণ ক্রিকেট ভক্তদের সমালোচনার মুখে পড়েছেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র।

ভারত যখন রোহিত শর্মার নেতৃত্বে খেলছে ঠিক সেই সময়ে কংগ্রেসের জাতীয় মুখপাত্রের এমন মন্তব্য স্বাভাবিকভাবেই নেটিজেনদের মাঝে বেশ একটা ঝড়ই তুলেছিল। একপর্যায়ে নিজের সেই লেখাটা ডিলিট করতেও বাধ্য হন তিনি। তবে তাতে কি আর বিতর্ক এড়ানো যায়!

কংগ্রেসের জাতীয় মুখপাত্র লিখেছিলেন, ‘একজন খেলোয়াড়ের নিরিখে রোহিত শর্মা বেশি মোটা। আর অবশ্যই উনি ভারতের ইতিহাসে সবথেকে বাজে অধিনায়ক।’ শুধু তাই নয়, তিনি দাবি করেন যে রোহিত অত্যন্ত মাঝারি মানের খেলোয়াড়। তিনি ভাগ্যবান যে ভারতের অধিনায়ক হয়ে গিয়েছেন।

তার এসব মন্তব্যের পর চলেছেন নানাবিধ সমালোচনা। এমনকি কথা বলেছেন পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজের ক্রীড়া বিভাগের প্রধান সাংবাদিক আবদুল গাফফার। তিনি টুইটে লিখেছেন বলেছেন, ‘(রোহিতের) ওজন কিছুটা বেশি। কিন্তু অত্যন্ত কার্যকরী। আর বিশ্বমানের পারফর্মার। বড্ড বেশি সমালোচনা।’

আর এসব মন্তব্যে শামা মোহাম্মদ দমে যাননি। উল্টো আব্দুল গাফফারের রি-টুইটে লিখেছেন, ‘গাঙ্গুলি, দ্রাবিড়, ধোনি, কোহলি, কপিল দেব, শাস্ত্রী এবং বাকি উত্তরসূরিদের তুলনায় তার (রোহিত) মধ্যে বিশ্বমানের কোন ব্যাপার আছে? তিনি একজন গড়পড়তা অধিনায়ক এবং গড়পড়তা খেলোয়াড়। তিনি যে ভারতের অধিনায়ক হয়েছেন, সেটাই সৌভাগ্য।’

এদিকে শামা মোহাম্মদের এমন মন্তব্যের পর থেকে নেটিজেনদের তোপের মুখে পড়েছে তার দল কংগ্রেস এবং এর নেতা রাহুল গান্ধীও। সাম্প্রতিক সময়ে দলটির একের পর এক ভরাডুবির দিকে ইঙ্গিত করেও সমালোচনা চলছে।