০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বার কাউন্সিলের ফি কমানো ও জুডিশিয়ারিতে নন-ক্যাডার পদের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন 

বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার ফি কমানো এবং জুডিশিয়ারিতে নন-ক্যাডার পদের দাবিতে  মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা।

সোমবার (১০ মার্চ) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের  আইন অনুষদের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্য এবং চির উন্নত মম শির এর  সামনে এ কর্মসূচি পালন করে। এ সময় পরীক্ষার ফি ৪০২০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করার দাবি জানান তারা। উল্লেখ্য শেষবার বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষা সম্পন্ন ২০২৩ সালে। তখন পরীক্ষার ফি ছিল এক হাজার টাকা সেখান থেকে একবারে এ ফি উন্নীত করা হয় পাঁচ হাজারে যা পরীক্ষার দুটি ভিন্ন ভিন্ন ধাপে প্রদান করতে হবে।

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে, ‘অযৌক্তিক এবং বৈষম্যমূলক ফি বাতিল চাই’, ‘অধিকার নিয়ে বাণিজ্য,চলবে না।’, ‘জুডিশিয়ারিতে ননক্যাডার চাই,বার কাউন্সিলের অযৌক্তিক ফি কমাতে হবে, বৈষম্যমুক্ত বার কাউন্সিল চাই ’সহ বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। শিক্ষার্থীরা জানায়, ইন্টিমেশন দেওয়ার পর প্রথমেই রেজিস্ট্রেশনের জন্য ১০৮০ টাকা দিতে হয়। এরপর আবার পরীক্ষায় বসার জন্য ৪০২০ টাকা দিতে হয়। বিসিএসসহ অন্যান্য চাকরির ফি কমানো হয়েছে। আমাদের দোষটা কী? আমাদের দাবি ৪০২০ টাকা থেকে কমিয়ে ফি ৩০০ টাকা নির্ধারণ করুন। আমরা এই যৌক্তিক দাবির দ্রুত বাস্তবায়ন চাই। মানববন্ধনে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী তৈয়ব শাহনূর বলেন, রাষ্ট্র যন্ত্রের এতগুলো সংস্কার চলছে এমন সময়ে সবার চোখের সামনে এরকম অযৌক্তিক সিদ্ধান্ত হতাশাজনক। দ্রুত ফি কমাতে হবে। আর জুডিশিয়ারিতে ননক্যাডার বিচার বিভাগের স্বাতন্ত্র্য এবং ক্ষমতায়নের জন্যই জরুরি।

আরেক শিক্ষার্থী সানজিদা সাবা বলেন, বারকাউন্সিলের ফি কমানো আর জুডিশিয়ারিতে ননক্যাডার পদ যৌক্তিক দাবি।এগুলো  নিয়ে টালবাহানা না করে দ্রুত মানতে হবে। এটা আমাদের অধিকার।  উল্লেখ্য, সম্প্রতি বার কাউন্সিল পূর্বের মত বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় ৪০২০ টাকা ফি নির্ধারন করে বিজ্ঞাপ্তি দেওয়ার পর থেকে ঢাকা সহ  বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থী ও শিক্ষানবিসক আইনজীবীরা প্রতিবাদ জানিয়ে কর্মসূচি পালন করছে।

ট্যাগ :
অধিক পঠিত

বার কাউন্সিলের ফি কমানো ও জুডিশিয়ারিতে নন-ক্যাডার পদের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন 

পোষ্টের সময় : ১১:৫৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার ফি কমানো এবং জুডিশিয়ারিতে নন-ক্যাডার পদের দাবিতে  মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা।

সোমবার (১০ মার্চ) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের  আইন অনুষদের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্য এবং চির উন্নত মম শির এর  সামনে এ কর্মসূচি পালন করে। এ সময় পরীক্ষার ফি ৪০২০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করার দাবি জানান তারা। উল্লেখ্য শেষবার বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষা সম্পন্ন ২০২৩ সালে। তখন পরীক্ষার ফি ছিল এক হাজার টাকা সেখান থেকে একবারে এ ফি উন্নীত করা হয় পাঁচ হাজারে যা পরীক্ষার দুটি ভিন্ন ভিন্ন ধাপে প্রদান করতে হবে।

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে, ‘অযৌক্তিক এবং বৈষম্যমূলক ফি বাতিল চাই’, ‘অধিকার নিয়ে বাণিজ্য,চলবে না।’, ‘জুডিশিয়ারিতে ননক্যাডার চাই,বার কাউন্সিলের অযৌক্তিক ফি কমাতে হবে, বৈষম্যমুক্ত বার কাউন্সিল চাই ’সহ বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। শিক্ষার্থীরা জানায়, ইন্টিমেশন দেওয়ার পর প্রথমেই রেজিস্ট্রেশনের জন্য ১০৮০ টাকা দিতে হয়। এরপর আবার পরীক্ষায় বসার জন্য ৪০২০ টাকা দিতে হয়। বিসিএসসহ অন্যান্য চাকরির ফি কমানো হয়েছে। আমাদের দোষটা কী? আমাদের দাবি ৪০২০ টাকা থেকে কমিয়ে ফি ৩০০ টাকা নির্ধারণ করুন। আমরা এই যৌক্তিক দাবির দ্রুত বাস্তবায়ন চাই। মানববন্ধনে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী তৈয়ব শাহনূর বলেন, রাষ্ট্র যন্ত্রের এতগুলো সংস্কার চলছে এমন সময়ে সবার চোখের সামনে এরকম অযৌক্তিক সিদ্ধান্ত হতাশাজনক। দ্রুত ফি কমাতে হবে। আর জুডিশিয়ারিতে ননক্যাডার বিচার বিভাগের স্বাতন্ত্র্য এবং ক্ষমতায়নের জন্যই জরুরি।

আরেক শিক্ষার্থী সানজিদা সাবা বলেন, বারকাউন্সিলের ফি কমানো আর জুডিশিয়ারিতে ননক্যাডার পদ যৌক্তিক দাবি।এগুলো  নিয়ে টালবাহানা না করে দ্রুত মানতে হবে। এটা আমাদের অধিকার।  উল্লেখ্য, সম্প্রতি বার কাউন্সিল পূর্বের মত বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় ৪০২০ টাকা ফি নির্ধারন করে বিজ্ঞাপ্তি দেওয়ার পর থেকে ঢাকা সহ  বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থী ও শিক্ষানবিসক আইনজীবীরা প্রতিবাদ জানিয়ে কর্মসূচি পালন করছে।