বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ীয়া উপজেলা শাখার আয়োজনে সাংবাদিক, ব্যবসায়ী, পেশাজীবী ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সম্মানে সোমবার পালকি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় ফুলবাড়ীয়া উপজেলা জামায়াতে আমীর মাওঃ ফজলুল হক শামীম এর সভাপতিত্বে, ডাঃ আব্দুর রাজ্জাকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নায়েবে আমীর অধ্যক্ষ মুহাম্মদ কামরুল হাসান মিলন, সাবেক জেলা আমীর অধ্যাপক জসিম উদ্দিন, উপজেলা বিএনপির এবি ছিদ্দিক, আশিকুল হক আশিক, পৌর বিএন পির সভাপতি,এ,কে,এম শমসের আলী, ইসলামী আন্দোলনের এড. মোস্তাক আহমেদ, মাওঃ বোরহান উদ্দিন এডভোকেট মাহবুবুর রশিদ ফরাজী, ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম প্রমূখ।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ রকনুজ্জামান সহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।