২০২৫-২৬ অর্থবছরের বাজেটে তামাকজাত পণ্যের ওপর অতিরিক্ত কর আরোপ করা হবে না।
বুধবার এনবিআর ভবনে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনা সভায় এ তথ্য জানান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
আলোচনায় সিগারেটের বিভিন্ন স্তরের মূল্যের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়, যেখানে নিম্ন ও মধ্যম স্তরের সিগারেটের দাম খুব কাছাকাছি থাকায় ভোক্তারা সহজেই তাদের পছন্দমতো একটি স্তর বেছে নিতে পারছেন। এই পরিস্থিতিতে, অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা) তামাকজাত পণ্যের মূল্য বৃদ্ধি করার সুপারিশ করেছে।
এনবিআর চেয়ারম্যান আরও জানান যে, বর্তমানে চারটি স্তরের সিগারেটের কাঠামো পুনর্বিবেচনা করে সেটিকে তিনটি স্তরে আনার পরিকল্পনা করা হচ্ছে। একই সঙ্গে, রাজস্ব বৃদ্ধির জন্য ভ্যাট ব্যবস্থা ও অন্যান্য কর নীতির সংস্কারেরও প্রস্তাব এসেছে।
তবে সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ অন্যান্য তামাকজাত পণ্যের ওপর কর বৃদ্ধির পাশাপাশি বিদ্যমান মূল্য সংযোজন কর (ভ্যাট) ও স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রাখার সুপারিশ করা হয়েছে।