০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিললো সাকিবের

  • RA
  • পোষ্টের সময় : ০৩:১৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৫০ ভিউ :

অবশেষে বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিললো সাকিব আল হাসানের। সব ধরনের ক্রিকেটে বোলিং করার আর কোনো বাধা রইল না তার। ইংল্যান্ডে তার বোলিং অ্যাকশনের বিস্তারিত পরীক্ষা শেষে তাকে এ অনুমতি দেওয়া হয়েছে।

 

মাঝরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এক বন্ধুর বরাতে খবরটি প্রকাশিত হয়। পরে সাকিব নিজেও স্থানীয় একটি পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।

 

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে সমারসেটের বিপক্ষে খেলতে গিয়ে তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। নিরপেক্ষ মূল্যায়নের পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে, যার ফলে তিনি নিষিদ্ধ হন।

 

নিষেধাজ্ঞার পর সাকিব দুটি পরীক্ষায় অংশ নেন—একটি ইংল্যান্ডে এবং অন্যটি ভারতের চেন্নাইয়ে। তবে দুইবারই তিনি পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হন।

 

তিনি সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে খেলেছিলেন। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে তার আর খেলা সম্ভব হয়নি।

 

ট্যাগ :
অধিক পঠিত

বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিললো সাকিবের

পোষ্টের সময় : ০৩:১৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

অবশেষে বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিললো সাকিব আল হাসানের। সব ধরনের ক্রিকেটে বোলিং করার আর কোনো বাধা রইল না তার। ইংল্যান্ডে তার বোলিং অ্যাকশনের বিস্তারিত পরীক্ষা শেষে তাকে এ অনুমতি দেওয়া হয়েছে।

 

মাঝরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এক বন্ধুর বরাতে খবরটি প্রকাশিত হয়। পরে সাকিব নিজেও স্থানীয় একটি পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।

 

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে সমারসেটের বিপক্ষে খেলতে গিয়ে তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। নিরপেক্ষ মূল্যায়নের পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে, যার ফলে তিনি নিষিদ্ধ হন।

 

নিষেধাজ্ঞার পর সাকিব দুটি পরীক্ষায় অংশ নেন—একটি ইংল্যান্ডে এবং অন্যটি ভারতের চেন্নাইয়ে। তবে দুইবারই তিনি পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হন।

 

তিনি সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে খেলেছিলেন। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে তার আর খেলা সম্ভব হয়নি।