০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গা ভোটার শনাক্তে ইসির পাশে জাতিসংঘ

  • RA
  • পোষ্টের সময় : ০৫:৪২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৫৩ ভিউ :

প্রতিনিয়তই রোহিঙ্গারা অর্থের বিনিময়ে ভোটার হওয়ার চেষ্টা করছে। আর এই রোহিঙ্গা ভোটার শনাক্তে নির্বাচন কমিশন (ইসি) জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর)-এর সহায়তা নেবে। সংস্থাটির প্রতিনিধি ফাডেলা নোভাক জানিয়েছেন, রোহিঙ্গাদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে সরকারকে সহায়তা করা হবে।

 

বুধবার (১৯ মার্চ) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর সাংবাদিকদের এমন তথ্য জানান।

 

এর আগে ইউএনএইচসিআরের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে তিনি।

 

হুমায়ুন কবীর বলেন, ‘ইউএনএইচসিআরের কাছে যে তথ্য আছে, সেটা আমরা এবং সরকারও চাচ্ছে। সরকারের সঙ্গে তাদের একটা সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সে অনুযায়ী তারা রোহিঙ্গাদের তথ্য শেয়ার করতে সম্মত হয়েছে। এই ডেটা আমরা কীভাবে পেতে পারি তা নিয়েই আলোচনা হয়েছে।’

 

তিনি আরো বলেন, ইউএনএইচসিআরের হিসেবে দেশে তালিকাভুক্ত রোহিঙ্গা ১০ লাখের বেশি। নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। ফলে দ্রুত সময়ের মধ্যে ডেটা পেলে রোহিঙ্গা শনাক্ত করতে সুবিধা হবে।

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ বেতারে সঙ্গীত বিভাগ শুরু যেন এক নবদিগন্তের যাত্রা

রোহিঙ্গা ভোটার শনাক্তে ইসির পাশে জাতিসংঘ

পোষ্টের সময় : ০৫:৪২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

প্রতিনিয়তই রোহিঙ্গারা অর্থের বিনিময়ে ভোটার হওয়ার চেষ্টা করছে। আর এই রোহিঙ্গা ভোটার শনাক্তে নির্বাচন কমিশন (ইসি) জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর)-এর সহায়তা নেবে। সংস্থাটির প্রতিনিধি ফাডেলা নোভাক জানিয়েছেন, রোহিঙ্গাদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে সরকারকে সহায়তা করা হবে।

 

বুধবার (১৯ মার্চ) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর সাংবাদিকদের এমন তথ্য জানান।

 

এর আগে ইউএনএইচসিআরের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে তিনি।

 

হুমায়ুন কবীর বলেন, ‘ইউএনএইচসিআরের কাছে যে তথ্য আছে, সেটা আমরা এবং সরকারও চাচ্ছে। সরকারের সঙ্গে তাদের একটা সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সে অনুযায়ী তারা রোহিঙ্গাদের তথ্য শেয়ার করতে সম্মত হয়েছে। এই ডেটা আমরা কীভাবে পেতে পারি তা নিয়েই আলোচনা হয়েছে।’

 

তিনি আরো বলেন, ইউএনএইচসিআরের হিসেবে দেশে তালিকাভুক্ত রোহিঙ্গা ১০ লাখের বেশি। নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। ফলে দ্রুত সময়ের মধ্যে ডেটা পেলে রোহিঙ্গা শনাক্ত করতে সুবিধা হবে।