গাজীপুরে ঈদের ছুটি বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ইউটা গার্মেন্টসের শ্রমিকরা ছুটি বাড়ানোর দাবিতে সড়কে অবস্থান নেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে প্রায় দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এই সময় মহাসড়কের দু’পাশে প্রায় ১ কিলোমিটার সড়কজুড়ে শতশত যানবাহন আটকে পড়ে।
শ্রমিকরা জানিয়েছেন, ঈদের আগে ও পরে ছুটি বাড়ানোর জন্য তারা একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে সুপারিশ করেছেন, কিন্তু অন্যান্য কারখানার তুলনায় ইউটা গার্মেন্টসে ছুটি কম দেওয়া হয়েছে। এই নিয়ে শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।