০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

উঠান থেকে শিশুকে নিয়ে মেরে ফেললো শেয়াল

  • কিশোরগঞ্জ অফিস :
  • পোষ্টের সময় : ১১:২৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৫৩ ভিউ :

কিশোরগঞ্জের বৌলাই ইউনিয়নের তেরহাসিয়া গ্রামে শিয়ালের কামড়ে ১৯ মাস বয়সী শিশুসন্তান আরাফের মৃত্যু হয়েছে।

 

শিশুটির বাবা মো. লিংকন মিয়া জানান, গতকাল বুধবার সন্ধ্যায় পরিবারের সবাই মিলে ইফতার করে। ইফতার শেষে শিশুটি ঘর থেকে বের হয়ে উঠানে চলে যায়। কিছুক্ষণ পর, শিশুটি খুঁজে না পেয়ে বাড়ির অন্যান্য সদস্যরা তাকে আশপাশে খুঁজতে শুরু করেন। বাড়ির পাশে একটি জঙ্গল থেকে তাদের খোঁজার পর শিশুটির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

 

শিশুর স্বজনদের ভাষ্যমতে, মৃতদেহের পাশেই একটি পাগলা শিয়াল পালিয়ে যেতে দেখা যায়। ধারনা করা হচ্ছে, শেয়ালটি শিশুটির গলায় কামড় দিয়ে তাকে জঙ্গলে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ বেতারে সঙ্গীত বিভাগ শুরু যেন এক নবদিগন্তের যাত্রা

উঠান থেকে শিশুকে নিয়ে মেরে ফেললো শেয়াল

পোষ্টের সময় : ১১:২৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

কিশোরগঞ্জের বৌলাই ইউনিয়নের তেরহাসিয়া গ্রামে শিয়ালের কামড়ে ১৯ মাস বয়সী শিশুসন্তান আরাফের মৃত্যু হয়েছে।

 

শিশুটির বাবা মো. লিংকন মিয়া জানান, গতকাল বুধবার সন্ধ্যায় পরিবারের সবাই মিলে ইফতার করে। ইফতার শেষে শিশুটি ঘর থেকে বের হয়ে উঠানে চলে যায়। কিছুক্ষণ পর, শিশুটি খুঁজে না পেয়ে বাড়ির অন্যান্য সদস্যরা তাকে আশপাশে খুঁজতে শুরু করেন। বাড়ির পাশে একটি জঙ্গল থেকে তাদের খোঁজার পর শিশুটির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

 

শিশুর স্বজনদের ভাষ্যমতে, মৃতদেহের পাশেই একটি পাগলা শিয়াল পালিয়ে যেতে দেখা যায়। ধারনা করা হচ্ছে, শেয়ালটি শিশুটির গলায় কামড় দিয়ে তাকে জঙ্গলে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।