পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অধীনস্থ মসজিদগুলোর ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বিশেষ সম্মানী প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) ডিএসসিসির নগর ভবনের বুড়িগঙ্গা হলে অনুষ্ঠিত কর্পোরেশন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি ইমামকে ৩ হাজার টাকা এবং মুয়াজ্জিনকে ১ হাজার ৫০০ টাকা করে সম্মানী দেওয়া হবে।
সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি ও কর্পোরেশনের পরিচালনা কমিটির ২৫ জন সদস্য উপস্থিত ছিলেন।
এছাড়া, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের ঈদ উৎসব ভাতা বাড়িয়ে প্রতি ঈদে ২ হাজার টাকার পরিবর্তে ৩ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে, অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য বার্ষিক উৎসব ভাতা ৪ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।