মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পুর্নবহালসহ পাঁচ দফা দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ এর ময়মনসিংহ জেলা সভাপতি মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠন সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা হাসান ইমাম, মাওলানা মাহফুজুর রহমান, হাফেজ ওমর ফারুকসহ আরো অনেকেই।
বক্তারা বলেন, “মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম” প্রকল্পটি ১৯৯৩ সাল থেকে সফলভাবে পরিচালিত হয়ে আসছে, যার ৭ম পর্যায় ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সম্পন্ন হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মসজিদের ইমাম, শিক্ষিত বেকার, প্রতিবন্ধী ও যুব সমাজসহ মহিলা শিক্ষিকারা প্রাক-প্রাথমিক শিক্ষা, সহজ কোরআন শিক্ষা ও বয়স্ক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এতে প্রতি বছর প্রায় ২৪ লাখ শিক্ষার্থী উপকৃত হয়। প্রকল্পটি স্বাক্ষরতার হার বৃদ্ধি, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সহায়ক। এটি আউটসোর্সিংয়ের আওতায় না এনে স্থায়ীভাবে চালু করা এবং পবিত্র রমজানের মধ্যে ৮ম পর্যায়ের অনুমোদন ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানানো হয়েছে।
মানববন্ধন শেষে সংগঠনের নেতারা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরার কাছে স্মারকলিপি প্রদান করেন।