০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, নাম ‘জনতার দল’

  • RA
  • পোষ্টের সময় : ০৭:৪৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৫১ ভিউ :

সাবেক সামরিক ও সরকারি কর্মকর্তা, এনজিও কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ে নতুন রাজনৈতিক দল ‘জনতার দল’ আত্মপ্রকাশ করেছে। দলটির স্লোগান রাখা হয়েছে ‘ইনসাফ জিন্দাবাদ’। দলটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

বিকেল সাড়ে তিনটায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জুলাই-আগস্টের অভ্যুত্থানে আহতদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাঁদের সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

জনতার দল আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টির) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাবেক মন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ, সাবেক সংসদ সদস্য সিরাজ উদ্দিন আহমেদ, সাবেক রাজনীতিবিদ আজম খান, মেজর জেনারেল (অব.) ফজল ইবনে শারেখুজ্জামান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাব্বির আহমেদ, মেজর জেনারেল (অব.) ইসমাইল ফারুক চৌধুরী, সাবেক ছাত্রনেতা মাস্তুক হাসান জয় প্রমুখ।

ট্যাগ :
অধিক পঠিত

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, নাম ‘জনতার দল’

পোষ্টের সময় : ০৭:৪৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

সাবেক সামরিক ও সরকারি কর্মকর্তা, এনজিও কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ে নতুন রাজনৈতিক দল ‘জনতার দল’ আত্মপ্রকাশ করেছে। দলটির স্লোগান রাখা হয়েছে ‘ইনসাফ জিন্দাবাদ’। দলটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

বিকেল সাড়ে তিনটায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জুলাই-আগস্টের অভ্যুত্থানে আহতদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাঁদের সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

জনতার দল আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টির) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাবেক মন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ, সাবেক সংসদ সদস্য সিরাজ উদ্দিন আহমেদ, সাবেক রাজনীতিবিদ আজম খান, মেজর জেনারেল (অব.) ফজল ইবনে শারেখুজ্জামান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাব্বির আহমেদ, মেজর জেনারেল (অব.) ইসমাইল ফারুক চৌধুরী, সাবেক ছাত্রনেতা মাস্তুক হাসান জয় প্রমুখ।