জামালপুর শহরে তিনটি ট্রাকের মাধ্যমে ২৪ বোতল বিদেশি মদ ও ১,৪৩৪ বোতল ফেনসিডিল পরিবহনের সময় ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মেডিকেল কলেজের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে জামালপুর থানা চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন—আবদুল মালেক খোকন (৪৭), আজিজুর রহমান বাবু (২৪) ও হাফিজুর রহমান (৪০), যাদের সবার বাড়ি জেলার মেলান্দহ উপজেলায়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তিনটি ট্রাকসহ ২৪ বোতল বিদেশি মদ ও ১,৪৩৪ বোতল ফেনসিডিল জব্দ করে, যার বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৪০ হাজার টাকা। একই অভিযানে তিনজনকেও আটক করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন জামালপুর সদর থানার এএসআই রুবেল ও সাইকুল।
অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।