বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে ব্রাজিল, যার ফলে ২০২৬ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার লড়াইয়ে এক পা এগিয়ে রাখলো দলটি।
৯৮ মিনিট পর্যন্ত ম্যাচ ১-১ সমতায় থাকলেও, ৯৯তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত গোলে ব্রাজিল জয় নিশ্চিত করে। এই জয় তাদের ২১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে তুলে এনেছে, যেখানে ১৯ পয়েন্ট নিয়ে কলম্বিয়া ছয় নম্বরে নেমে গেছে। ২৬ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিলের জন্য ছিলো এটি আত্মবিশ্বাস বাড়ানোর বড় সুযোগ।
রাফিনিয়ার পেনাল্টি গোলে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল, ভিনিসিয়াসকে ফাউল করায় পেনাল্টিটি দেওয়া হয়। তবে ৪১তম মিনিটে লুইস দিয়াজের গোলে সমতায় ফেরে কলম্বিয়া। ৯৮ মিনিট পর্যন্ত ম্যাচ ১-১ স্কোরেই আটকে ছিল ম্যাচটি। ম্যাচ যখন ড্রয়ের পথে তখনই ভিনিসিয়াস বাঁ প্রান্ত দিয়ে এগিয়ে বক্সের বাইরে থেকে নেওয়া তার কোনাকুনি শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের মাথায় ছুঁয়ে গোলকিপারকে বোকা বানিয়ে দুর্দান্ত এক গোল করেন।
ফলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল দল।
আগামী মঙ্গলবার (বাংলাদেশ সময় বুধবার সকালে) ব্রাজিল লড়বে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে।