প্রতিনিয়ত গাজা উপত্যকায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, যার ফলে গত কয়েকদিনে প্রায় ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সহিংসতার কারণে বিশ্বজুড়ে ক্ষোভ বাড়লেও, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইসরায়েলের প্রতি সমর্থন জানাচ্ছেন।
হোয়াইট হাউস জানিয়েছে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে ট্রাম্প সম্পূর্ণ সমর্থন করছেন। পাশাপাশি, ওয়াশিংটন এই সংঘাতের জন্য হামাসকে দায়ী করছে। সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে শুক্রবার (২১ মার্চ) এই তথ্য প্রকাশিত হয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় ইসরায়েলের সামরিক ও বিমান হামলা চালানোর সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন করেন। তিনি আরও বলেন, ইসরায়েলের সাম্প্রতিক অভিযানের জন্য হামাসই দায়ী।
গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা এই প্রশ্নের জবাবে লিভিট জবাব দেন প্রেসিডেন্ট ইসরায়েল ও তাদের সামরিক বাহিনীর (আইডিএফ) নেওয়া পদক্ষেপগুলোর প্রতি পূর্ণ সমর্থন রেখে চলেছেন।