০৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

  • RA
  • পোষ্টের সময় : ০১:১৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ৪৩ ভিউ :

গাজীপুরে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা।

আজ শনিবার (২২ মার্চ) মহানগরীর বাসন থানার জায়ান্ট নিট ফ্যাশন লিমিটেড নামের কারখানায় সকালে কাজ করতে এসে বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ শুরু করেন।

তাতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

এর আগে জায়ান্ট নিট ফ্যাশন লিমিটেড নামের কারাখানাটি বন্ধ ঘোষণা করে আজ সকালে বিজ্ঞপ্তি দেয় কর্তৃপক্ষ। তাদের দাবি, সার্বিক নিরাপত্তা, কারখানার সম্পত্তি ও জানমালের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ১৩ (১) ধারা মোতাবেক কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

জানা যায়, কারখানাটির শ্রমিকরা ২০ মার্চ ঈদ বোনাস ও ১০ দিনের ছুটির দাবিতে কর্মবিরতি পালন করেন। একপর্যায়ে উত্তেজিত হয়ে চার কর্মকর্তাকে মারধর করেন। পরে যৌথ বাহিনী চার শ্রমিককে আটক করলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আশপাশের ৮-১০টি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানান শিল্প পুলিশ-২–এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।

ট্যাগ :
অধিক পঠিত

কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

পোষ্টের সময় : ০১:১৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

গাজীপুরে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা।

আজ শনিবার (২২ মার্চ) মহানগরীর বাসন থানার জায়ান্ট নিট ফ্যাশন লিমিটেড নামের কারখানায় সকালে কাজ করতে এসে বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ শুরু করেন।

তাতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

এর আগে জায়ান্ট নিট ফ্যাশন লিমিটেড নামের কারাখানাটি বন্ধ ঘোষণা করে আজ সকালে বিজ্ঞপ্তি দেয় কর্তৃপক্ষ। তাদের দাবি, সার্বিক নিরাপত্তা, কারখানার সম্পত্তি ও জানমালের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ১৩ (১) ধারা মোতাবেক কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

জানা যায়, কারখানাটির শ্রমিকরা ২০ মার্চ ঈদ বোনাস ও ১০ দিনের ছুটির দাবিতে কর্মবিরতি পালন করেন। একপর্যায়ে উত্তেজিত হয়ে চার কর্মকর্তাকে মারধর করেন। পরে যৌথ বাহিনী চার শ্রমিককে আটক করলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আশপাশের ৮-১০টি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানান শিল্প পুলিশ-২–এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।