যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভয়েস অব আমেরিকাসহ কয়েকটি গণমাধ্যম আউটলেট বন্ধ করার সিদ্ধান্ত নেয়, যা অবৈধ দাবি করে ফেডারেল আদালতে একটি মামলা করা হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) নিউ ইয়র্কের ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি দায়ের করেন ভয়েস অব আমেরিকার সাংবাদিক, রিপোর্টার্স উইদাউট বর্ডারস ও কয়েকটি ইউনিয়ন। এতে বিবাদী করা হয়েছে ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া, কারি লেক এবং ট্রাম্পের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী এক কর্মকর্তাকে।
মামলায় অভিযোগ করা হয়েছে, ট্রাম্প প্রশাসন বেআইনিভাবে ভয়েস অব আমেরিকা বন্ধ করেছে, যা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ক্ষেত্রে বড় ক্ষতি। বিশেষ করে যেসব দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই, সেসব স্থানে ভয়েস অব আমেরিকা দীর্ঘদিন ধরে সংবাদ প্রচার করে আসছিল। রিপাবলিকানরা দাবি করেছেন, এই সংস্থাগুলো বামপন্থি প্রচারণায় লিপ্ত, তবে পরিচালনাকারীরা একে ভিত্তিহীন বলছেন।
ভয়েস অব আমেরিকার সহযোগী রেডিও ফ্রি এশিয়ার মুখপাত্র জানিয়েছেন, প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে পড়ায় ওয়াশিংটন অফিসের ২৪০ জন কর্মীকে অবৈতনিক ছুটিতে পাঠানো হয়েছে এবং ফ্রিল্যান্সারদের সঙ্গে থাকা চুক্তিও বাতিল করা হয়েছে। রেডিও ফ্রি ইউরোপ ও রেডিও লিবার্টি তাদের অর্থায়ন অব্যাহত রাখতে ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার বিরুদ্ধে আদালতে মামলা করেছে।
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় রিপোর্টার্স উইদাউট বর্ডারের নির্বাহী পরিচালক জানিয়েছেন, তারা ভয়েস অব আমেরিকার মতো সংস্থাগুলোর সুরক্ষায় কাজ করতে বাধ্য হয়েছেন। তবে ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার কাছে এ বিষয়ে মন্তব্য চাওয়া হলেও তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি।