তথ্য প্রযুক্তির সহায়তায় বায়োমেট্রিক পদ্ধতিতে মৃত ব্যক্তিদের আঙুলের ছাপ ব্যবহার করে মোবাইল সিম নিবন্ধন ও প্রতারণার মাধ্যমে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
শুক্রবার রাতে নগরীর গোহাইলকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শনিবার (২১ মার্চ) এক প্রেস ব্রিফিংয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি চক্র গোহাইলকান্দি এলাকায় তথ্য প্রযুক্তির মাধ্যমে মৃত ব্যক্তিদের আঙুলের ছাপ ব্যবহার করে মোবাইল সিম নিবন্ধন করছে এবং প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করছে। এ তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে এবং হাফিজুল ইসলাম প্রিন্সকে গ্রেপ্তার করে।
তার দেওয়া তথ্য অনুযায়ী, একই রাতে ইটাখোলা এলাকা থেকে আজিজুল হক ও তানভীর রহমান কাব্যকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে উদ্ধারকৃত আলামতের মধ্যে ছিল তিনটি ল্যাপটপ, সাতটি মোবাইল ফোন, তিনটি ফিঙ্গার হিটার মেশিন, আটটি বায়োমেট্রিক ফিঙ্গার স্ক্যানার, ৩০টি ফিঙ্গারপ্রিন্টযুক্ত নেগেটিভ, ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারের রাবার, ৩০০টি গ্রামীণফোনের সিম, বিভিন্ন ব্যক্তির এনআইডি নম্বরসহ ১৫ পাতার তালিকা এবং একটি মোবাইল ট্যাব।
এ ঘটনায় কোতোয়ালি থানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশ পরিদর্শক সাজেদ কামাল, চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে এবং জড়িতদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন।