সন্ধানী ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিটের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে অঞ্জন কুমার দীপ্তকে আহবায়ক ও মুবদিউল ইসলাম সিয়ামকে যুগ্ম আহবায়ক মনোনীত করা হয়েছে।
সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সভাপতি আব্দুল মোতালিব শান্ত ও সাধারণ সম্পাদক নাঈমুর রহমান এই কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্য সদস্যরা হচ্ছে আলফি জওয়াদ, ইমরুল হাসান হিমেল, দেবনাথ সুমন্ত রিমন, সিদরাতুল মুনতাহা, তামান্না, মুশফিকা হাসনিন অমি, ঝিনুক মিয়া, সাবরিনা আফরিন সিলভি, তামান্না রহমান ঐশী, মারুফা আফরিন এশা, আসাদুল্লাহ আল গালিব ও সুবীতি সরকার।