বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর ময়মনসিংহ জেলা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত তিন সদস্যের এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পরিকল্পনাবিদ মানস বিশ্বাস। সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন পরিকল্পনাবিদ ফাহিম আহম্মেদ মন্ডল, এবং কমিটির আরেক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন পরিকল্পনাবিদ মোঃ ইউসুফ জামিল।
রোববার (২৩ মার্চ), বিআইপি’র ১৬তম কার্যনির্বাহী পরিষদের সুপারিশের ভিত্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
এই জেলা কমিটি পরিকল্পনা পেশা ও উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলো জেলা ও উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট দপ্তর, জনপ্রতিনিধি ও পেশাজীবীদের জানাবে এবং বিআইপির প্রতিনিধিত্ব করবে।
কমিটির মূল কার্যক্রমের মধ্যে রয়েছে পরিকল্পনা পেশার গুরুত্ব ও বিআইপির কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সংগঠনের প্রচার ও প্রসারে ভূমিকা রাখা এবং বিভিন্ন সভা, সেমিনার ও প্রশিক্ষণে সহায়তা প্রদান।
এছাড়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্দেশনায় জেলা পর্যায়ের উন্নয়ন প্রকল্প ও দুর্যোগ ব্যবস্থাপনায় প্রতিনিধিত্ব করা হবে। কমিটির সদস্যরা বিআইপির সাধারণ ও স্টুডেন্ট মেম্বারদের পরিকল্পনা ও উন্নয়ন সংক্রান্ত বিষয়ে সহায়তা ও পরামর্শ প্রদান করবে।