গাজীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহতরা হলেন নাজমুল ইসলাম (২৯), তার স্ত্রী খাদিজা আক্তার (২২) এবং তাদের চার বছরের মেয়ে নাদিয়া আক্তার।
রোববার (২৩ মার্চ) সকালে গাজীপুরের কাশিমপুর থানাধীন গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকার একটি বসতবাড়ী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে নাজমুল প্রথমে স্ত্রী ও সন্তানকে হত্যা করে পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাজমুল টাঙ্গাইলের সখিপুর উপজেলার বাসিন্দা হলেও কর্মহীন অবস্থায় শ্বশুরবাড়ির এক কক্ষে পরিবারসহ থাকতেন এবং নিয়মিত নেশাগ্রস্ত থাকতেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে তারা ঘুমাতে যান, কিন্তু পরদিন সকাল সাড়ে ৬টার সময় ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করতে থাকেন। সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে নাজমুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। দরজা ভেঙে ভেতরে ঢুকে খাদিজা ও নাদিয়ার নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখেন।
এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন, পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।