বন্ধু তামিমের জন্য দোয়াই নিজের জন্মদিনের সেরা উপহার বলে মন্তব্য করেছেন সাকিব আল হাসান।
সোমবার (২৪ মার্চ) রাতে সন্ধ্যায় সামাজিকমাধ্যম ফেসবুকে দেয়া এক আবেগঘন পোস্টের মাধ্যমে এ কথা জানান সাকিব।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, “আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।
তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।
তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার । দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে!
#GetWellSoonTamim”
উল্লেখ্য, সাকিবের ৩৮তম জন্মদিন আজ। অন্যদিকে আজ সকালে ঢাকা প্রিমিয়ার লিগের এক ম্যাচ চলাকালীন দুইবার স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন তামিম। বর্তমানে ডাক্তারদের নিবিড় পরিচর্যায় রয়েছেন তিনি।