ময়মনসিংহ রেঞ্জের নবনিযুক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) জনাব মো. আতাউল কিবরিয়া আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
আজ বুধবার (২৬ মার্চ) ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে তিনি যোগদান করেন।
তাঁর যোগদান উপলক্ষে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মো. আবু বকর সিদ্দীক, পুলিশ সুপার (অপারেশনস্) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম বিপিএম, কমান্ডেন্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার ময়মনসিংহ, জনাব রাশিদা বেগম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশনস) ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মো. শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) রেঞ্জ ডিআইজি কার্যালয়, ময়মনসিংহ, জনাব মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস্), রেঞ্জ ডিআইজি কার্যালয়, ময়মনসিংহ, জনাব মোঃ মেজবাহ উদ্দিন, সহকারী পুলিশ সুপার (এসএএফ), ময়মনসিংহ, তাহমিনা আক্তারসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা।
পরে ময়মনসিংহ জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস পুলিশ দল নবনিযুক্ত ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।
ময়মনসিংহ রেঞ্জ পুলিশের পক্ষ থেকে নবনিযুক্ত ডিআইজি মহোদয়ের দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করা হয়।