০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ) ভারতের বৈদেশিক গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর ওপর নির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে। সংস্থাটি ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করেছে যে, শিখ বিচ্ছিন্নতাবাদীদের গুপ্তহত্যার ষড়যন্ত্রে র-এর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ভারতে সংখ্যালঘুদের প্রতি অমানবিক আচরণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

মার্কিন এই প্যানেলের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, কমিউনিস্ট-শাসিত ভিয়েতনাম ধর্মীয় বিষয়গুলো নিয়ন্ত্রণের জন্য প্রচেষ্টা বৃদ্ধি করেছে। যে কারণে ভিয়েতনামকে ‘‘বিশেষ উদ্বেগের দেশ’’ হিসাবে তালিকাভুক্ত করার সুপারিশ করা হয়েছে। যদিও ভারতের মতো চীনকে নিয়ে অভিন্ন উদ্বেগের কারণে ভিয়েতনামের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চায় ওয়াশিংটন।

বিশ্লেষকদের মতে, চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্র ভারতকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে, যার ফলে দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো উপেক্ষিত হচ্ছে। যদিও মার্কিন কমিশন (ইউএসসিআইআরএফ) ভারতের গোয়েন্দা সংস্থা র-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ করেছে, তবে তা বাস্তবায়ন বাধ্যতামূলক নয়, ফলে নিষেধাজ্ঞার সম্ভাবনা কম।

২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডা দাবি করছে যে ভারত শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, যা দুই দেশের সম্পর্কে জটিলতা সৃষ্টি করেছে। এর মধ্যে র-এর সাবেক কর্মকর্তা বিকাশ যাদবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে এক শিখ নেতাকে হত্যার ব্যর্থ প্রচেষ্টার অভিযোগও আনা হয়েছে। তবে ভারত শিখ বিচ্ছিন্নতাবাদীদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে এবং বিদেশে হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করে আসছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের স্বাধীন প্যানেল ভারতের বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ তুলে দেশটিকে “বিশেষ উদ্বেগের দেশ” হিসেবে মনোনীত করার সুপারিশ করেছে। একই সঙ্গে, র-এর সাবেক কর্মকর্তা বিকাশ যাদব ও সংস্থাটির বিরুদ্ধে নির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের পরামর্শ দিয়েছে প্যানেলটি। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

 

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ বেতারে সঙ্গীত বিভাগ শুরু যেন এক নবদিগন্তের যাত্রা

ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

পোষ্টের সময় : ০৮:১৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ) ভারতের বৈদেশিক গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর ওপর নির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে। সংস্থাটি ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করেছে যে, শিখ বিচ্ছিন্নতাবাদীদের গুপ্তহত্যার ষড়যন্ত্রে র-এর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ভারতে সংখ্যালঘুদের প্রতি অমানবিক আচরণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

মার্কিন এই প্যানেলের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, কমিউনিস্ট-শাসিত ভিয়েতনাম ধর্মীয় বিষয়গুলো নিয়ন্ত্রণের জন্য প্রচেষ্টা বৃদ্ধি করেছে। যে কারণে ভিয়েতনামকে ‘‘বিশেষ উদ্বেগের দেশ’’ হিসাবে তালিকাভুক্ত করার সুপারিশ করা হয়েছে। যদিও ভারতের মতো চীনকে নিয়ে অভিন্ন উদ্বেগের কারণে ভিয়েতনামের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চায় ওয়াশিংটন।

বিশ্লেষকদের মতে, চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্র ভারতকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে, যার ফলে দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো উপেক্ষিত হচ্ছে। যদিও মার্কিন কমিশন (ইউএসসিআইআরএফ) ভারতের গোয়েন্দা সংস্থা র-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ করেছে, তবে তা বাস্তবায়ন বাধ্যতামূলক নয়, ফলে নিষেধাজ্ঞার সম্ভাবনা কম।

২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডা দাবি করছে যে ভারত শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, যা দুই দেশের সম্পর্কে জটিলতা সৃষ্টি করেছে। এর মধ্যে র-এর সাবেক কর্মকর্তা বিকাশ যাদবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে এক শিখ নেতাকে হত্যার ব্যর্থ প্রচেষ্টার অভিযোগও আনা হয়েছে। তবে ভারত শিখ বিচ্ছিন্নতাবাদীদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে এবং বিদেশে হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করে আসছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের স্বাধীন প্যানেল ভারতের বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ তুলে দেশটিকে “বিশেষ উদ্বেগের দেশ” হিসেবে মনোনীত করার সুপারিশ করেছে। একই সঙ্গে, র-এর সাবেক কর্মকর্তা বিকাশ যাদব ও সংস্থাটির বিরুদ্ধে নির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের পরামর্শ দিয়েছে প্যানেলটি। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।