বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বকশীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক সুলতানুস ছালেহীন ও সদস্যসচিব জিসানুর রহমান জিসান ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। নিজেদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে তারা পদত্যাগের ঘোষণা দেন।
জানা গেছে, ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে বকশীগঞ্জে নেতৃত্বদানকারী অন্যতম ব্যক্তিত্ব ছিলেন সুলতানুস ছালেহীন ও জিসানুর রহমান জিসান। আন্দোলনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে গত ১২ ফেব্রুয়ারি ১৬১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়, যেখানে সুলতানুস ছালেহীনকে আহ্বায়ক ও জিসানুর রহমান জিসানকে সদস্যসচিব করা হয়। কমিটির অনুমোদন দেন জামালপুর জেলা কমিটির আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস ও সদস্যসচিব আবদুল্লাহ আল আবিদ সৌরভ। তবে দায়িত্ব গ্রহণের দেড় মাসের মধ্যেই পদত্যাগ করলেন এই দুই নেতা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, সুলতানুস ছালেহীনের পদত্যাগের বিষয়টা জানি। তবে সদস্যসচিব জিসানের বিষয়টি জানা নেই। পদত্যাগপত্র দিয়ে থাকলে তার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।