শতাব্দীর অন্যতম ভয়াবহ ভূমিকম্পে মায়ানমারে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। ৭.৭ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত ২,৩৭৬ জন আহত হয়েছেন, এবং বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির সামরিক জান্তা সরকারের তথ্য অনুযায়ী এই প্রাণহানির সংখ্যা প্রকাশ করা হয়েছে। তবে মার্কিন গণমাধ্যমের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুসারে, এই ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
শুক্রবার (২৮ মার্চ) মধ্যরাতে নিজেদের ওয়েব সাইটে পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইউএসজিএস। সার্বিক ক্ষয়ক্ষতি হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ১ হাজার কোটি ডলার।
মিয়ানমারের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার (২৮ মার্চ) উদ্ধার তৎপরতা শুরুর পর রাজধানী নেইপিদো, মান্দালয়, সাগাইংসহ বিভিন্ন শহর-গ্রামের ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১ হাজার ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ২ হাজার ৩৭৬ জনকে। এছাড়া রাজধানীতেই ৩০ জন নিখোঁজ রয়েছেন।
উল্লেখ্য, নেপিদো থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে সাগাইংয়ের উত্তর-পশ্চিমে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৭ এবং এটি ১০ কিলোমিটার গভীরতায় সংঘটিত হয়েছে। এর কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের মান্দালয়ের ১৭ কিলোমিটার দূরে।