বাংলাদেশের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে যুক্তরাজ্যে ফিরে এসেই মাঠে নামতে হলো হামজা চৌধুরীকে। তবে ক্লান্তির কোন ছাপ দেখা যায়নি তার খেলায়। ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে হামজার দল শেফিল্ড ইউনাইটেড ৩-১ গোলে পরাজিত করেছে কভেন্ট্রিকে।
বাংলাদেশের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার ৭২ ঘণ্টার মধ্যেই মাঠে নামতে হয়েছে হামজা চৌধুরীকে। কভেন্ট্রির বিপক্ষে গোল না করলেও ৮৯ মিনিট মাঠে থেকে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি।
দ্য ইয়র্কশায়ার পোস্ট তাকে ১০ এর মধ্যে ৯ রেটিং দিয়েছে, যা শেফিল্ড ইউনাইটেডের অন্য কোনো খেলোয়াড় পাননি। ডিফেন্সিভ মিডফিল্ডে প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর পাশাপাশি খেলা তৈরি করায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। ১৯ মিনিটে গুস্তাভো হ্যামারের ফ্রি-কিক থেকে গোল করার পর সতীর্থরা হামজাকে অভিনন্দন জানান।
ম্যাচে শেফিল্ড ইউনাইটেড ৩-১ গোলে কভেন্ট্রিকে হারায়। টাইরেস ক্যাম্পবেল (৩০’) ও রিয়ান ব্রেউস্টার (৬২’) গোল করে দলকে এগিয়ে নেন।
তবে হামজা সাবস্টিউট হওয়ার পর গোল খায় শেফিল্ড ইউনাইটেড। ইনজুরি সময়ে (৯০+২’) কভেন্ট্রির জ্যাক রুডনি সান্ত্বনাসূচক গোল করেন।
এই জয়ে শেফিল্ড ইউনাইটেড ৩৯ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠে গেছে, দ্বিতীয় স্থানে রয়েছে লিডস ইউনাইটেড (৩৮ ম্যাচে ৮০ পয়েন্ট)।